Euros:ইউরোতে ইউক্রেনকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড

রোম, ৪ জুলাই (হি.স.) : ইউক্রেনকে উড়িয়ে দিয়ে ইউরো কাপের সেমিফাইনালে পৌঁছে গেল গ্যারেথ সাউথগেটের দল ইংল্যান্ড। রোমের মাঠে ইংল্যান্ড ৪-০ গোলে জয়লাভ করে। সেমিফাইনালে তাদের খেলতে হবে ডেনমার্কের বিরুদ্ধে। অন্যদিকে, ম্যাচ হেরে চলতি ইউরো থেকে বিদায় নিতে হল ইউক্রেনকে।

কোয়ার্টার ফাইনাল ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। দুরন্ত শটে এগিয়ে দেন হ্যারি কেন। ম্যাচের চতুর্থ মিনিটে রাহিম স্টারলিংয়ের বাড়ানো পাস থেকে তিনি নির্দিষ্ট লক্ষ্যে বলটাকে পাঠিয়ে দেন। আর সেই সঙ্গে ইংল্যান্ডের শুরুটাও বেশ ভালোই হয়। তবে ম্যাচের প্রথমার্ধে ইউক্রেনের ছন্দ পেতে, কিছুটা হলেও সময় লাগে। প্রথমার্ধে ইউক্রেনকে তারা অবশ্য একবারে হালকাভাবে নিতে চায়নি। ফাইনাল থার্ডে মাঝেমধ্যেই তাঁরা বিধ্বংসী হয়ে উঠেছে। জেডন স্যাঞ্চো এবং ডেকলান রাইস প্রথমার্ধে বেশ কয়েকটা ভালো সুযোগ তৈরি করেছিলেন। তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে গ্যারেথ সাউথগেটের দল ঝোড়ো টর্নেডোর মতো ইউক্রেন শিবিরে আছড়ে পড়ে।


দ্বিতীয়ার্ধে ব্রিটিশ ফুটবল ব্রিগেডকে ২-০ গোলে এগিয়ে দেন হ্যারি মিগুয়ের। লিউক শ’য়ের ফ্রি-কিক থেকে দুরন্ত একটা হেড দিলেন ইংল্যান্ড দলের এই ডিফেন্ডার। এরপর মাত্র চার মিনিটের মধ্যেই আসে তৃতীয় গোলটা আসে ইংল্যান্ডের। দলের স্কোর কার্ড ৩-০ করলেন হ্যারি কেন। ৬৩ মিনিটে ফের গোল। এবার গোল করলেন জর্ডন হেন্ডারসন। ৫৭ মিনিটে রাইসের পরিবর্তে হেন্ডারসন মাঠে নামেন। আর নেমেই তিনি নিজের ম্যাজিক দেখিয়ে দিলেন।