pradyut and brishaketo : বৃষকেতুর বাড়িতে গেলেন প্রদ্যুৎ কিশোর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুলাই৷৷ বৃহস্পতিবার সিমনা বিধানসভা কেন্দ্রের বিধায়ক পদত্যাগী বৃষকেতু দেববর্মার বাড়িতে গেলেন তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মন৷ প্রদ্যুতের সাথে ছিলেন তিপ্রা মথার অন্যান্য নেতৃত্বরা৷ প্রদ্যুৎ এবং বৃষকেতুর মধ্যে বেশ কিছুক্ষণ আলোচনা হয়েছে৷ সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বৃষকেতু দেববর্মা জানিয়েছেন গত প্রায় একবছর ধরে প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সাথে কথাবার্তা হচ্ছিল৷


এদিকে, প্রদ্যুৎ কিশোর দেববর্মন জানিয়েছেন, বিভিন্ন সময়ে আইপিএফটির বিধায়কদের সাথে তাঁর কথা হয়েছে৷ আইপিএফটির সাধারণ সম্পাদক তথা বনমন্ত্রী মেবার কুমার জমাতিয়ার সাথেও কথাবার্তা হয়েছে৷ তার মানে এই না যে আইপিএফটির বিধায়কদের তিপ্রা মথায় যোগ দিতে হবে৷ তিনি আরও জানিয়েছেন আগামী বিধানসভা নির্বাচনে তিপ্রা মথা প্রতিদ্বন্দ্বিতায় নামবে৷ গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবীর সমর্থন জানিয়ে যারাই লিখিত প্রতিশ্রুতি দেবেন তাদের সাথে তিপ্রা মথা জোট গড়তে রাজি৷ যদি তা না হয় তাহলে তিপ্রা মথা আগামী বিধানসভা নির্বাচনে ত্রিশটি আসনে একাই প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানিয়েছেন প্রদ্যুৎ৷