EuroCup : ইউরোর কোয়ার্টার ফাইনালে আজ রাতে বেলজিয়ামের মুখোমুখি ইতালি

মিউনিখ, ২ জুলাই (হি.স.) : ইউরোর কোয়ার্টার ফাইনালে আজ রাতে মহারণে বেলজিয়ামের মুখোমুখি ইতালি। প্রতিযোগিতার দুই সেরা দলের ফুটবল দ্বৈরথের অপেক্ষায় গোটা ফুটবল বিশ্ব।

ইউরোর এই মহারণে অবশ্যই নজর থাকবে দুই রবের্তোর দিকে। প্রথমজন, বেলজিয়াম কোচ রবের্তো মার্তিনেস গত তিন বছরে দলের উন্নতি করে ফিফা ক্রমপর্যায়ে বিশ্বের এক নম্বর দলে পরিণত হয়েছে। চলতি বছরে শেষ ১৪ ম্যাচে অপরাজিত রয়েছে। অন্যদিকে, গত বিশ্বকাপে যোগ্যতা অর্জন করতে না পারলেও ইটালি গত তিন বছরে দুরন্ত প্রত্যাবর্তন ঘটিয়েছে অপর কোচ রবের্তো মানচিনির প্রশিক্ষণে। যারা ৩১ ম্যাচ অপরাজিত।


ইউরোপের এই দুই ফুটবল-গুরুর মগজাস্ত্রের দ্বৈরথে তাই দুই কোচের হাতেই রয়েছে দুর্দান্ত আক্রমণ ভাগ। মার্তিনেসের অস্ত্র যদি হয় রোমেলু লুকাকু, থোর্গান অ্যাজাররা, তা হলে রবের্তো মানচিনির শক্তিশেল চিরো ইমমোবিলে, লোরেনজো ইনসিনিয়েরা। তাই লুকাকু বনাম ইমমোবিলের গোলের জন্য মরিয়া হয়ে ঝাঁপানোটাও এই ম্যাচের অন্যতম একটা আকর্ষণ। বেলজিয়াম ও ইতালির এই দুই ফুটবলারই যন্ত্রের মতো গোল করে যায়। ইন্টার মিলানে খেলেন লুকাকু। দেশের হয়ে ৯৭ ম্যাচে ৬৩ গোল করা লুকাকু এ পর্যন্ত চারটি মিলান ডার্বিতেই ও ডোনারুম্মাকে পরাস্ত করে গোল করে গিয়েছে। শুক্রবার জার্মানির মাঠে কে কাকে টেক্কা দেয়, সেটাই এখন দেখার।