child line : বগাফায় নাবালিকার বিয়ে ভেঙ্গে দিল চাইল্ড লাইন

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ১ জুলাই৷৷ নাবালিকা মেয়ের বিয়ের কথা শুনতেপেয়ে বিয়ে বাড়ীতে ছুটে গেলো প্রসাশনিক আধিকারিকরা৷ ঘটনার বিবরনে জানাযায় বৃহস্পতিবার সুভাষকলোনীর বাসিন্দা মিলন মজুমদারের ছেলের তথা বগাফা ব্লকের পঞ্চায়েত সমিতির প্রাক্তন চেয়ারম্যান দেবাশীষ মজুমদার রাঙ্গামুড়ার এক নাবালিকাকে বিয়ে করছে এই কথা জানতে পারে প্রসাশনিক আধিকারিকরকা৷


এই খবর শুনতেপেরে বিলোনীয়ার চাইল্ড লাইনের কার্যকর্তারা ছুটে যায় রাঙ্গামুড়া নাবালিকা মেয়ের বাড়ীতে৷ সেখানে মেয়ের খোঁজ নামেলায় শান্তির বাজার সুভাষ কলোনী এলাকায় দেবাশীষ মজুমদারের বাড়ীতে ছুটে আসে চাইল্ড লাইনের কার্যকর্তরা৷ উনাদের পাশাপাশি উপস্থিত ছিলেন শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয় থেকে ডি সি এম সপ্তপর্নী মজুমদার সহ শান্তির বাজার আরক্ষা দপ্তরের কর্মীরা৷ উনারা দেবাশীষ মজুমদারের বাড়ীতে গিয়ে অনেক খোঁজা খোঁজি করলেও দেবাশীষ মজুমদার ও নাবালিকার খোঁজ পাননি৷ অবশেষে বাড়ীর অভিবাবকদের বিয়ে বন্ধ রাখার আদেশ দিয়ে সকলে চলেআসেন৷ আজকের এই অভিযান সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে জানালেন ডি সি এম সপ্তপর্নী মজুমদার৷ এখন দেখার বিষয় দেবাশীষ মজুমদার ও নাবালিকা মেয়ের বিয়ে বন্ধকরতে প্রসাশন কতটুকু সক্ষমহন৷