নয়াদিল্লি, ১ জুলাই (হি.স.): পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধিতে এমনিতেই মাথায় হাত মধ্যবিত্তের। অগ্নিমূল্য দুই জ্বালানি তেলের দর। এবার সাধারণ মানুষের চিন্তা বাড়িয়ে আরও দামি হল গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের দাম। বৃহস্পতিবার থেকে ভর্তুকিহীন গার্হস্থ্য রান্নার গ্যাসের দাম বেড়েছে সিলিন্ডার পিছু ২৫.৫০ টাকা। কলকাতায় ১৪.২ কেজির ভর্তুকিহীন সিলিন্ডারের দাম বেড়ে হল ৮৬১ টাকা। বাণিজ্যিক সিলিন্ডারের দাম বেড়েছে ৭৬ টাকা। কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ১৬২৯ টাকা। রান্নার গ্যাসের দাম বেড়ে যাওয়ায় মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ।
দিল্লিতেও ২৫.৫০ টাকা বেড়েছে ভর্তুকিহীন গার্হস্থ্য রান্নার গ্যাসের দাম। দিল্লিতে ১৪.২ কেজির ভর্তুকিহীন সিলিন্ডারের দাম বেড়ে ৮০৯ টাকা থেকে বেড়ে হয়েছে ৮৩৪.৫০ টাকা। অর্থাৎ, দাম বাড়ল ২৫.৫০ টাকা। ৭৬ টাকা বেড়ে দিল্লিতে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম এখন ১,৫৫০ টাকা।

