চেন্নাই, ২৬ জুন (হি.স.): করোনাভাইরাসের ডেল্টা প্লাস প্রজাতিতে আক্রান্ত হয়ে একজন ব্যক্তির মৃত্যু হল তামিলনাড়ুতে। এই প্রজাতিতে আক্রান্ত হওয়া রোগীদের মধ্যে সে রাজ্যে এটাই প্রথম মৃত্যু। মৃত রোগী মাদুরাইয়ের বাসিন্দা। স্বস্তির বিষয় হল, তামিলনাড়ুতে ডেল্টা প্লাসে সংক্রমিত দু’জন রোগী সুস্থও হয়ে উঠেছেন। তামিলনাড়ুর মেডিকেল ও পরিবার কল্যাণ মন্ত্রী মা সুব্রমানিয়ান জানিয়েছেন, তামিলনাড়ুতে ৩ জনের শরীরে ডেল্টা প্লাসের সংক্ৰমণ মিলেছে। দু’জন সুস্থ হয়েছেন এবং মাদুরাইয়ের একজনের মৃত্যু হয়েছে।
সংক্রমিতদের চেন্নাইয়ের একজন নার্সও রয়েছেন। মন্ত্রী জানিয়েছেন, মাদুরাইয়ের রোগীর মৃত্যুর পর স্যাম্পেল সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল, সেই রিপোর্ট আসার পর জানা যায় ওই রোগী করোনাভাইরাসের ডেল্টা প্লাস প্রজাতিতে আক্রান্ত ছিলেন। অর্থাৎ জিনোম বিশ্লেষণ করে ডেল্টা প্লাস প্রজাতির বিষয়টি শনিবার নিশ্চিত হওয়া গিয়েছে।
2021-06-26