নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জুন৷৷ জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কাকার ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর ভাবে আহত হয়েছে ভাতিজা৷ ঘটনার থানা এলাকার দশরথ বাড়িতে৷ মেলাঘরের দশরথ বাড়ি এলাকায় কাকার সঙ্গে জায়গা নিয়ে বিবাদে জড়িয়ে পড়ে জাকির হোসেন নামে এক যুবক৷
এরই মধ্যে উত্তেজিত হয়ে কাকা হিরন মিয়া একটি দা দিয়ে ভাতিজা জাকির হোসেনকে আঘাত করে৷ ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয় ভাতিজা জাকির হোসেন৷ পরিবারের লোকজনরা জাকির হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় মেলাঘর হাস্পাতালে নিয়ে যান৷ সেখান থেকে তাকে রেফার করা হয় জিবি হাসপাতালে৷ বর্তমানে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন জাকির হোসেন৷ এ ব্যাপারে অভিযুক্ত কাকা হিরণ মিয়ার বিরুদ্ধে মেলাঘর থানায় একটি মামলা দায়ের করে জাকির হোসেনের পরিবারের লোকজন৷ঘটনার পর থেকে পলাতক অভিযুক্তরা৷
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷মেলাঘর থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য তৎপরতা অব্যাহত রেখেছে৷ অভিযুক্তকে গ্রেফতার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী৷

