কংগ্রেসের প্রতিবাদ আন্দোলন করইলং পেট্রোল পাম্পের কাছে

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২৪ জুন৷৷ জ্বালানি পেট্রোলের দাম মূল্য বৃদ্ধির প্রতিবাদে তেলিয়ামুড়া ব্লক যুব কংগ্রেসের উদ্যোগে এক প্রতিবাদী গণ ধরনা সংগঠিত করা হয় তেলিয়ামুড়া করিলন এলাকার পেট্রোল পাম্পের সামনে৷

এদিনের এই গণধরনায় উপস্থিত ছিলেন খোয়াই জেলার যুব কংগ্রেসের সভাপতি অনির্বাণ সরকার কংগ্রেস নেতৃত্ব অশোক কুমার বৈদ্য সহ গৌরী শংকর রায়৷ বৃহস্পতিবার সকাল ১১ টা নাগাদ পেট্রোল পাম্পের সামনে গন অবস্থানে সামিল হয় কংগ্রেস কর্মীরা৷ এদিকে গণবস্থান থেকে কংগ্রেস কর্মীরা আওয়াজ তোলেন পেট্রোলের মূল্যবৃদ্ধি গ্রাস করতে হবে৷ অন্যতায় আরো বৃহত্তম আন্দোলনে সামিল হবে বলে গনবস্থান থেকে আওয়াজ তুলেন৷ এদিকে পুলিশের ভূমিকা নিয়ে একরাশ ক্ষোভ উগরে দেয় কংগ্রেস নেতৃত্বরা৷