নয়াদিল্লি, ২৫ জুন (হি.স.): দেখতে দেখতে ৪৬ বছর হয়ে গেল, জরুরি অবস্থার সেই দিনগুলিকে অন্ধকারাছন্ন দিন আখ্যা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর মতে, “জরুরি অবস্থার অন্ধকারাছন্ন দিনগুলি ভুলে যাওয়ার নয়। ১৯৭৫-১৯৭৭ সময়কালে নিয়মতান্ত্রিক ধ্বংসের সাক্ষী থেকেছে প্রতিষ্ঠান।” ১৯৭৫ সালে ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী থাকাকালীন দেশে জরুরি অবস্থা জারি হয়েছিল। জরুরি অবস্থা জারি হয়েছিল ১৯৭৫ সালের ২৫ জুন। লক্ষাধিক মানুষ বিরোধিতা করেছিলেন। গণতন্ত্র কায়েম করতে আন্দোলনে সামিল হয়েছিলেন নবীনরাও। আর এরই জেরে দু’বছর পর উঠে যায় জরুরী অবস্থা।
জরুরি অবস্থার সেই দিনগুলিকে অন্ধকারাছন্ন দিন আখ্যা দিয়ে শুক্রবার টুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, “জরুরি অবস্থার অন্ধকারাছন্ন দিনগুলি ভুলে যাওয়া যায় না। ১৯৭৫-১৯৭৭ সময়কালে নিয়মতান্ত্রিক ধ্বংসের সাক্ষী থেকেছে প্রতিষ্ঠান।” দেশবাসীর কাছে আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী টুইটারে লেখেন, “ভারতের গণতান্ত্রিক চেতনাকে জোরদার করার জন্য আসুন আমরা যথাসাধ্য চেষ্টা করার অঙ্গীকারবদ্ধ হই।”