উদয়পুরে ফাঁসিতে আত্মহত্যার চেষ্টা দমকলের ফায়ারম্যানের

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৪ জুন৷৷ গতকাল রাতে উদয়পুর জগন্নাথ দিঘির উত্তর পূর্ব পাড়ে অবস্থিত অগ্ণিনির্বাপক দপ্তরের কার্যালয়ে ফাঁসিতে আত্মহত্যা করার চেষ্টা করলো এক ফায়ারম্যান ৷ সংবাদ সূত্রে জানা যায়, বিপ্লব বিশ্বাস নামে এক ফায়ারম্যান উদয়পুরের ফায়ার স্টেশনের ভিতরের একটি রুমে সিলিং পাখার সাথে দড়ি দিয়ে বেঁধে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে৷

কিন্তু রুমে কোন অস্বাভাবিক ঘটনা ঘটতে চলেছে এমনটা আঁচ করতে পেরে কর্তব্যরত সহকর্মীরা ছুটে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থা থেকে উদ্ধার করেপরবর্তী সময়ে জেলা হাসপাতালে নিয়ে যান ৷ বিপ্লব বিস্বাসের অবস্থা অবস্থা আশঙ্কাজনক হওয়াতে টেপানিয়া স্থিত গোমতী জেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা সাথে সাথেই তাকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করে দেয়৷ এই বিষয়ে সাংবাদিকরা বৃহস্পতিবার সকালে উদয়পুরের ফায়ার স্টেশনে গিয়ে ফায়ারম্যান বিপ্লব বিশ্বাসের আত্মঘাতীর চেষ্টা করার ঘটনা জানতে চাইলে কর্তব্য রত সহকর্মীরা ঘটনা একেবারেই জেনেও না জানার ভান করতে থাকে ৷

পরবর্তীতে ডিস্ট্রিক্ট ফায়ার অফিসার সুকুমার দেববর্মা এবং উদয়পুর ফায়ার স্টেশন অফিসার সরেন্দ্র ত্রিপুরার কাছে এই বিষয়ে জানতে চাইলে উনারা বলেন বিপ্লব বিশ্বাস আত্মঘাতী করে দপ্তরের বদনাম করার চেষ্টা করছে, সে নাকি বিগত দিনেও অন্য মহাকুমায় কর্মরত অবস্থায় এ ধরনের ভূমিকা আরো একবার সংগঠিত করছে৷ তবে উদয়পুর ফায়ার স্টেশনের ফায়ার ম্যান কতৃক সংগঠিত করা এহেন ঘটনায় আতঙ্কিত স্টেশনের অন্যান্য সহকর্মী সহ সাধারণ জনগণ৷