সিডনি, ২৫ জুন (হি.স.): অস্ট্রেলিয়াতেও হানা দিয়েছে কোভিডের অতিসংক্রামক ডেল্টা প্রজাতি, ডেল্টা প্রজাতির হানায় আচমকাই সংক্রমণের সংখ্যা বেড়েছে সিডনিতে। তাই আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ৭-দিনের জন্য লকডাউন ঘোষণা করা হয়েছে সেন্ট্রাল সিডনি এলাকায়। এক সপ্তাহের এই লকডাউনে মানুষজনকে বাড়িতে থাকতেই অনুরোধ করা হয়েছে।
চলতি সপ্তাহে আচমকাই বেড়েছে কোভিডের সংক্রমণ, তাই শুক্রবার মধ্যরাত থেকেই লকডাউনের ঘোষণা করা হয়েছে। স্টেট প্রিমিয়ার গ্লাডিস বেরেজিকলিয়ান জানিয়েছেন, সংক্রমিত এলাকায় যাঁরা কিছুদিন ধরে বসবাস করেছেন অথবা কাজ করেছেন, তাঁরা আপাতত বাড়িতেই থাকুন। লকডাউনের আওতায় যাঁরা রয়েছেন তাঁরা শুধুমাত্র অত্যাবশ্যক সামগ্রী কেনার জন্য ছাড় পাবেন।