কলকাতা, ২৩ জুন (হি. স.) : শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যুদিবসে টুইটে তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।বুধবার মোদী টুইটে জানান, “ডঃ শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়কে তাঁর পুণ্য তিথিতে স্মরণ করছি। তাঁর মহৎ আদর্শ, সমৃদ্ধ চিন্তাভাবনা এবং মানুষের সেবা করার প্রতিশ্রুতি আমাদের অনুপ্রাণিত করে যাবে। জাতীয় সংহতকরণের দিকে তাঁর প্রচেষ্টা কখনও ভুলে যাবে না।”
প্রসঙ্গত, জম্মু-কাশ্মীরের ৩৭০ নং ধারা নিয়ে নেহরু মন্ত্রিসভার (কংগ্রেস) সাথে মতবিরোধ দেখা দিলে শ্যামা প্রসাদ মুখোপাধ্যায় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। পরবর্তীতে তিনি দক্ষিণপন্থী প্রজা পরিষদ গঠন করে “এক প্রজাতন্ত্রের মধ্যে আরেকটা প্রজাতন্ত্র থাকতে পারে না” এই দাবি নিয়ে আন্দোলন শুরু করেন। ১৯৫৩ সালের ১১ই মে শ্যামাপ্রসাদকে গ্রেফতার করে জেলবন্দি করা হয়। তিনি বন্দি থাকা অবস্থায় ১৯৫৩-র ২৩ জুন রহস্যময় ভাবে কাশ্মীরে বন্দি