কলকাতা, ২২ জুন (হি.স.): করোনা হানা যেনও কিছুতেই পিছু ছাড়ছেনা শহরবাসীর । প্রতিনিয়ত বেড়েই চলেছে আতঙ্ক । এই পরিস্থিতে লকডাউন শুরু হয়েছে রাজ্য জুড়ে । তবে, লকডাউন সফলতায় অত্যন্ত তৎপর কলকাতা পুলিশ । মঙ্গলবার ধর্মতলায় লকডাউন সফলতায় কড়া নাকা চেকিং পুলিশের ।
করোনা আবহে বর্তমানে লকডাউন চলছে রাজ্য জুড়ে । আগামী ৩০ জুন পর্যন্ত লকডাউন জারি থাকবে রাজ্যে । এই পরিস্থিতিতে লকডাউন সফলতায় অত্যন্ত তৎপর কলকাতা পুলিশ । একটা গোটা বছর পেরিয়ে গেলেও পরিস্থিতির কোনও পরিবর্তন হয়নি । কিন্তু এই পরিস্থিতির মাঝেও শহরবাসীকে প্রতিনিয়ত সচেতন করতে রত কলকাতা পুলিশ কর্মীরা । কখনও শহরবাসীকে মাস্ক বিলি করে করোনার সচেতনর কথা বোঝানো হচ্ছে । আবার কখনও শহর জীবাণুমুক্ত করে কলকাতা পুলিশের তরফে শহরবাসীকে সচেতন করা হচ্ছে। পাশাপাশি লকডাউন সফলতায় ক্রমাগত কলকাতা পুলিশের তরফে চালানো হচ্ছে নাকা চেকিং । বাদ যায়নি মঙ্গলবারও । এদিন ধর্মতলায় কড়া নাকা চেকিং চালায় পুলিশ । ছোট গাড়ি থেকে বড় গাড়ি কি করে রাস্তায় বেরিয়েছে খতিয়ে দেখা হয় পুলিশের তরফে । উপযুক্ত প্রমাণ পেলেই ছাড়া হচ্ছে গাড়ি ।
2021-06-22