নয়াদিল্লি, ২১ জুন (হি.স.): যোগ করুন ও সুস্থ থাকুন! আন্তর্জাতিক যোগ দিবসে এই মন্ত্র দিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। সোমবার সকালে দিল্লির বাসভবনে যোগব্যায়াম করেছেন নাড্ডা, সঙ্গে তাঁর স্ত্রীও যোগব্যায়াম করেছেন। নাড্ডা টুইট করে লিখেছেন, “নিজেদের সংস্কৃতির অমূল্য ঐতিহ্য নিয়ে আমাদের গর্বিত হওয়া উচিত, অন্যদেরও উৎসাহিত করা উচিত।”
টুইটে এরপর নাড্ডা লেখেন, “যোগ করুন, রোগ-মুক্ত ও সুস্থ থাকুন!” দেশবাসীকে সপ্তম আন্তর্জাতিক যোগ দিবসেরও শুভেচ্ছা জানিয়েছেন নাড্ডা। টুইট করে নাড্ডা লিখেছেন, “এবারের যোগ দিবসের থিম হল সুস্থতার জন্য যোগ। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে, সকলের কাছে বাড়িতে থেকেই নিজেদের পরিবারের সঙ্গে যোগব্যায়াম করার অনুরোধ করছি।”