সুযোগ পেয়েও গোল হাত ছাড়া, দ্বিতীয় ম্যাচেও জয় অধরা স্পেনের

মাদ্রিদ, ২০ জুন (হি.স.) : ইউরো ২০২০-র দ্বিতীয় ম্যাচেও জয়ের মুখ দেখল না স্পেন। পোল্যান্ডের বিরুদ্ধেও ১-১ গোলে আটকে গেল লা-রোজা। দুর্দান্ত গোল করে স্প্যানিশদের বিরুদ্ধে পোল্যান্ডকে এক পয়েন্ট এনে দিলেন অধিনায়ক লেওয়ানডস্কি। এদিন ম্যাচের ২৫ মিনিটে প্রথম গোল পায় স্পেন। লা-রোজার হয়ে টুর্নামেন্টের প্রথম গোলটি করেন মোরাটা। কিন্তু দ্বিতীয়ার্ধে স্প্যানিশদের থেকে অনেক বেশি জয়ের খিদে দেখা গেল পোল্যান্ডের মধ্যে।  দুর্দান্ত গোল করে পোল্যান্ডের হয়ে সমতা ফেরালেন অধিনায়ক লেওয়ানডস্কি। এরপর আর কোনও গোল হয়নি ম্যাচে।


আগের ম্যাচে রেকর্ড সংখ্যক পাস করেও গোলমুখ খুলতে পারেনি স্পেন। পোল্যান্ডের বিরুদ্ধেও একই সমস্যায় ভুগতে হল তিনবারের চ্যাম্পিয়নদের। ম্যাচের ৫৬ মিনিটে স্পেনের পাওয়া পেনাল্টি কিক প্রথমে গোলপোস্টে মারেন জেরার্ডো মোরেনো। রিবাউন্ডে ফাঁকা গোলে বল ঠেলে দেওয়ার সুযোগ পেয়েও নষ্ট করলেন মোরাটা।
এই মুহূর্তে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে সুইডেন। দ্বিতীয় স্থানে থাকা স্লোভাকিয়ার পয়েন্ট ৩। ২ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে স্পেন তৃতীয় স্থানে। নক-আউটে যেতে হলে শেষ ম্যাচ জিততেই হবে পোল্যান্ডকে ।