নয়াদিল্লি, ১৯ জুন (হি.স.): আগে থেকে ঠিক না থাকলেও, পশ্চিমবঙ্গে ফেরার আগে শনিবার ফের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল জগদীপ ধনকর। এদিন বেলা এগারোটা নাগাদ স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে যান ধনকর। শাহ ও ধনকরের মধ্যে বেশি কিছু সময় ধরে বৈঠক চলে। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি থেকে বেরিয়ে যান পশ্চিমবঙ্গের রাজ্যপাল। বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ধনকর বলেন, “গণতন্ত্র, সংবিধান ও আইনের শাসনের উপর আস্থা রাখা দরকার আমাদের। আমলাতন্ত্র ও পুলিশকে তাঁদের আচরণবিধি সীমাবদ্ধ রাখার আবেদন জানাচ্ছি আমি। স্বাধীনতার পর এমন ভোট পরবর্তী হিংসা কখনও দেখা যায়নি।”
পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী শুক্রবারই কলকাতায় ফেরার কথা ছিল ধনকরের। কিন্তু হঠাৎ সেই কর্মসূচিতে পরিবর্তন হয়। সূত্র মারফৎ জানা যায়, অমিত শাহের সঙ্গে ফের দেখা করার ইচ্ছা প্রকাশ করেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রক থেকে সবুজ সঙ্কেত পাওয়ার পর শনিবার বেলা এগারোটা নাগাদ বাসভবনে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন ধনকর। অমিত শাহের সঙ্গে ফের কেন দেখা করলেন ধনকর, তা নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে।

