নয়াদিল্লি, ১৮ জুন (হি.স.): ভারতে ১ লক্ষ ফ্রন্টলাইন কর্মী প্রস্তুতের লক্ষ্যে প্রচেষ্টারত রয়েছে কেন্দ্রীয় সরকার। শুক্রবার এমনটাই জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন বেলা এগারোটা নাগাদ ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে, স্কিল ইন্ডিয়ার অধীনে কোভিড-১৯ ফ্রন্টলাইন কর্মীদের জন্য ছ’টি কাস্টমাইজড ক্র্যাশ কোর্স প্রোগ্রামের শুভসূচনা করেছেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানে মোদী বলেছেন, “সমস্ত সাবধানতা অবলম্বন করে, আসন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের প্রস্তুতি আরও বাড়াতে হবে। এই লক্ষে প্রায় ১ লক্ষ ফ্রন্টলাইন করোনা-যোদ্ধা তৈরি করার মহাঅভিযান শুরু হল। ভারতে ১ লক্ষ ফ্রন্টলাইন কর্মী প্রস্তুতের লক্ষ্যে প্রচেষ্টারত আমরা।”
মোদী বলেন, “এই অভিযান কোভিডের সঙ্গে লড়াই করা আমাদের হেলথ সেক্টরের ফ্রন্টলাইন কর্মীদের নতুন শক্তি প্রদান করবে এবং আমাদের যুব সমাজের জন্য নতুন কর্মসংস্থানেরও সুযোগ তৈরি করবে।” প্রধানমন্ত্রী আরও জানিয়েছেন, “করোনার দ্বিতীয় ঢেউয়ে আমরা দেখেছি, এই ভাইরাস বারবার রূপ বদলে কীভাবে আমাদের সামনে চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে। এই ভাইরাস এখনও আমাদের মধ্যে রয়েছে এবং ভাইরাসের পরিবর্তিত হওয়ার সম্ভাবনা রয়েছে।…এই মহামারী বিশ্বের প্রতিটি দেশ, প্রতিটি প্রতিষ্ঠান, প্রতিটি সমাজ, প্রতিটি পরিবার, প্রতিটি মানুষের সামর্থের বারবার পরীক্ষা নিয়েছে।”
এদিন ভার্চুয়ালি দেশের ২৬টি রাজ্যের ১১১টি প্রশিক্ষণ কেন্দ্র থেকে কোভিড-১৯ হেলথকেয়ার ফ্রন্টলাইন কর্মীদের জন্য বিশেভাবে প্রস্তুত প্রশিক্ষণ কার্যক্রমের শুভারম্ভ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফ্রন্টলাইন কর্মীদের বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আওতায় প্রার্থীরা বিনামূল্যে প্রশিক্ষণ, স্কিল ইন্ডিয়ার শংসাপত্র, খাদ্য ও আবাসনের সুবিধা, চাকরির প্রশিক্ষণ-সহ স্টাইপেন্ড এবং প্রত্যয়িত প্রার্থীরা ২ লক্ষ টাকার দুর্ঘটনা বীমা পাবেন। বিশেষ প্রশিক্ষণ শেষে প্রার্থীরা ডিএসসি/এসএসডিএম-এর ব্যবস্থাপনায় প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্র, স্বাস্থ্য সুবিধা এবং হাসপাতালে কাজ করতে পারবেন।
2021-06-18