নয়াদিল্লি, ১৮ জুন (হি.স.): মূল্যবৃদ্ধিতে ফের রেকর্ড গড়ল পেট্রোল, একনাগাড়ে বাড়ছে ডিজেলের দামও। ভোপালে লিটারপ্রতি পেট্রোলের দাম ১০৪.৫৩ টাকার গণ্ডি ছাড়িয়েছে, মুম্বইয়ে ১০৩ টাকা ছাড়াল লিটারপ্রতি পেট্রোলের দাম। শুক্রবার ফের দাম বাড়ার পর মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে লিটারপ্রতি পেট্রোলের দাম বেড়েছে ১০৪.৫৩ টাকা, ভোপালে ডিজেলের বর্ধিত দাম ৯৫.৭৫ টাকা।
রাজধানী দিল্লিতে লিটারপ্রতি পেট্রোলের বর্ধিত দাম ৯৬.৯৩ টাকা এবং ডিজেল ৮৭.৬৯ টাকা। কলকাতায় পেট্রোল ও ডিজেলের বর্ধিত দাম, যথাক্রমে-৯৬.৮৪ টাকা প্রতিলিটার পেট্রোল এবং ৯০.৫৪ টাকা প্রতিলিটার ডিজেল। মুম্বইয়ে পেট্রোলের বর্ধিত দাম ১০৩.০৮ টাকা এবং ডিজেল ৯৫.১৪ টাকা। চেন্নাইয়ে পেট্রোলের বর্ধিত দাম ৯৮.১৪ টাকা এবং ডিজেল ৯২.৩১ টাকা। বেঙ্গালুরুতে পেট্রোলের বর্ধিত দাম ১০০.১৭ টাকা এবং ডিজেলের দাম বেড়ে হয়েছে ৯২.৯৭ টাকা।
2021-06-18