নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুন৷৷ গাড়ি ভাড়া করে আগরতলা যাওয়ার আর্থিক সামর্থ নেই৷ তাই আত্মীয়ের সুকটি নিয়ে চাকরির ইন্টারভিউ দিতে যাওয়া কাল হল৷ পথে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মর্মান্তিক পরিণতি হয়েছে ভাই-বোনের৷ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চাকরি-প্রত্যাশী জনি ত্রিপুরার৷ তাঁর ভাই ভোলা ত্রিপুরা আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন৷
প্রসঙ্গত, নার্সের ইন্টারভিউ দিতে গিয়ে অ্যাম্বুলেন্সের ধাক্কায় অকালে প্রাণ গেল এক চাকরি-প্রত্যাশী যুবতীর৷ ঘটনা উত্তর জেলার পানিসাগরে সংঘটিত হয়েছে৷ ঘটনার বিবরণে জানা গেছে, মঙ্গলবার ভোর চারটার দিকে উত্তর জেলার দামছড়া এডিসি ভিলেজের নরেন্দ্রনগর হালাম বস্তির বাসিন্দা জনি ত্রিপুরা ছোট ভাই ভোলা ত্রিপুরাকে নিয়ে আগরতলার উদ্দেশ্যে রওয়ানা দেন৷ আত্মীয়ের সুকটি নিয়ে ভাই-বোন দুজন আগরতলার উদ্দেশ্যে যাওয়ার পথে উত্তর জেলার পানিসাগর হলিক্রস সুকল সংলগ্ণ এলাকায় আসতেই একটি অ্যাম্বুলেন্স তাঁদেরকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়৷ সেই দৃশ্য দেখতে পেয়ে পথচারীরা সঙ্গে সঙ্গে পানিসাগর দমকল অফিসে খবর দেন৷
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পানিসাগর দমকল কর্মীরা৷ সেখান থেকে তাঁদেরকে উদ্ধার করে পানিসাগর হাসপাতালে নিয়ে আসা হয়৷ সেখানে তাঁদের অবস্থা আশঙ্কাজনক দেখে কর্তব্যরত চিকিৎসক ধর্মনগর জেলা হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত করেন৷ পানিসাগর হাসপাতাল থেকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসার পর সেখানে থেকে অবস্থা আশঙ্কাজনক দেখে বহিঃরাজ্যে নিয়ে যাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা৷ কিন্তু বহিঃরাজ্যে নিয়ে যাওয়ার আগে পঁচিশ বছর বয়সের তরতাজা জনি ত্রিপুরার প্রাণ অকালেই ঝরে যায়৷
অন্যদিকে জনি ত্রিপুরার ভাই ভোলা ত্রিপুরার মাথা এবং পায়ে আঘাত লেগেছে৷ বর্তমানে গুরুতর অবস্থায় ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সে৷ প্রসঙ্গত, তাঁরা জুমিয়া পরিবারের সন্তান৷ তাঁদের বাবা-মা জুমচাষ করে সংসার চালান৷ এমনই আর্থিক অবস্থা তাঁদের, গাড়ি ভাড়া করে আগরতলা পাঠানো সম্ভব ছিল না৷ তাই বাধ্য হয়ে সুকটি নিয়ে রওয়ানা দিয়েছিল জনি ত্রিপুরা এবং তার ভাই ভোলা ত্রিপুরা৷ জনি ত্রিপুরার অকালে চলে যাওয়ার দরুন দামছড়া মহকুমায় শোকের ছায়া নেমে এসেছে৷ পানিসাগর থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ অ্যাম্বুলেন্স চালকের অসাবধানতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে৷