নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ জুন৷৷ ১৮ বছরের বেশি বয়সীদের গণ টিকা দেওয়ার অংশ হিসাবে নগর স্থানীয় সংস্থা এবং এডিসিতে মোট ১৫,৩৫৮ জনকে সিওভিআইডি -১৯ টিকা দেওয়া হয়েছে৷ সব মিলিয়ে ১৮,৮৯০ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে সোমবার৷ ১৮ বছরের উপরে বয়সী ১৫৫৩৮ জন আজ ভ্যাকসিন পেয়েছেন এবং ৪৫ বছরের উপরে বয়সী ২৩৫২ডোজ পেয়েছে৷
দেখা যায় যে পশ্চিম ত্রিপুরা জেলা থেকে প্রায় ৫,০৪৭ জন লোক কোভিড-১৯ ডোজ পেয়েছে৷ এরপরেই সিপাহিজালা ৩,৭৮২ জন ভ্যাকসিন গ্রহণ করেছেন, ধলাই ১,৯৭৯, উত্তর ১,৭৮৯, গোমতী ১,৩২৮, দক্ষিণ ত্রিপুরা ৬৩১, উনাকোটি ৪৫৮ এবং খোয়াই ৩৪৪ জন ভ্যাকসিন গ্রহণ করেছেন৷ তারা প্রত্যেকেই আঠার থেকে ৪৪ এর মধ্যে৷
রাজ্যজুড়ে ২৩১ টি সুবিধা কেন্দ্র এবং ৭২ টি স্বাস্থ্যসেবা কেন্দ্র খোলা হয়েছিল৷ রাজ্য সরকার এ পর্যন্ত ১৮ বছর থেকে ৪৪ বছরের মধ্যে ৭৮,৪৪৫ জনকে টিকা দিয়েছে৷
রাজ্যে বর্তমানে ৪,৭৪,৬১০ টি ভ্যাকসিন রয়েছে এবং আরও ১১৩৫২০ কোভিডশিল্ড ভ্যাকসিন পাইপলাইনে রয়েছে৷
এদিকে, গত চবিবশ ঘন্টায় রাজ্যে করোনা সংক্রমণের হার কিছুটা কমেছে৷ চবিবশ ঘন্টায় রাজ্যে ২৩৫ জন সংক্রমিতের সন্ধান মিলেছে৷ অন্যদিকে, এই সময়ের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে করোনায়৷ রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর থেকে প্রচারিত বুলেটিনে উল্লেখ করা হয়েছে এদিন আরটিপিসিআরের মাধ্যমে টেস্ট করা হয়েছে ৮৩৮ জনের৷ এর মধ্যে পজেটিভ রিপোর্ট মিলেছে আটজনের৷

