বুদ্ধদেব দাশগুপ্তের প্রয়াণে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

কলকাতা, ৯ জুন (হি. স.) : প্রবীন চলচ্চিত্র পরিচালক  বুদ্ধদেব দাশগুপ্তের প্রয়াণে শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বৃহস্পতিবার নরেন্দ্র মোদী টুইটে লিখেছেন, “বুদ্ধদেব দাশগুপ্তের মৃত্যুতে আমি মর্মাহত। তাঁর বিভিন্ন সৃষ্টির সঙ্গে সমাজের নানা বিভাগের সম্পর্ক রয়েছে। তিনি খ্যাতিমান চিন্তাবিদ ও কবিও ছিলেন। তাঁর পরিবার এবং গুনমুগ্ধদের কাছে এই দুঃখের সময়ে সমবেদনা জানাই। ওম শান্তি।“

বৃহস্পতিবার সকাল ৬ টা নাগাদ দক্ষিণ কলকাতায় নিজের বাসভবনেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন পরিচালক। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৭ বছর। সকালবেলা তাঁর স্ত্রী তাঁকে ডাকতে গেলে কোনও সাড়া শব্দ পাননি। দ্রুত খবর দেন চিকিৎসককে। তারপরই জানা যায় ঘুমের মধ্যেই মৃত্যু হয়েছে পরিচালকের। বার্ধক্যজনিত সমস্যা ছিলই, সঙ্গে ছিল কিডনির সমস্যাও। নিয়মিত ডায়ালিসিস করতে হত তাঁকে।

‘গৃহযুদ্ধ’, ‘উত্তরা’, ‘ফেরা’ তাঁর উল্লেখযোগ্য কিছু ছবি। ‘তাহাদের কথা’ অবিস্মরনীয় কাজ আজও দর্শকদের মুগ্ধ করে। বুদ্ধদেব দাশগুপ্ত স্পেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, এথেন্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গোল্ডেন অ্যাওয়ার্ড, বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গোল্ডেন বিয়ার পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অজস্র সম্মানে ভূষিত হয়েছেন।

প্রসঙ্গত, বিশিষ্ট চিত্রপরিচালক বুদ্ধদেব দাশগুপ্তের  প্রয়াণে শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বুদ্ধদেব দাশগুপ্তের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তাঁর মৃত্যুতে চলচ্চিত্র  জগতের অপূরণীয় ক্ষতি হল। আমি তাঁর পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানাচ্ছি।