ওয়াশিংটন, ৯ জুন (হি.স.): আমেরিকায় দৈনিক কোভিড সংক্রমণ ফের খানিকটা বাড়ল, মৃত্যুর সংখ্যাও ৪০০ ছাড়িয়েছে। মার্কিন মুলুকে বিগত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত ৪০১ জন রোগীর মৃত্যু হয়েছে। আমেরিকায় মঙ্গলবার সারাদিনে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৩,৫৪২ জন। ফলে আমেরিকায় ৩৪,২৪২,৮৬৬-এ পৌঁছে গিয়েছে করোনাভাইরাসের মোট সংক্রমণ।
আমেরিকায় সময় অনুযায়ী, মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ৪০১ জনের মৃত্যুর পর আমেরিকায় মোট মৃত্যু হয়েছে ৬ লক্ষ ১৩ হাজার ০৫২ জনের। আমেরিকায় সুস্থতার হার দ্রুততার সঙ্গে বাড়ছে। মার্কিন মুলুকে এখনও পর্যন্ত করোনার থেকে সেরে উঠেছেন ২৮,২২০,৮৬৩ জন। আমেরিকায় এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৫৪ লক্ষ ০৮ হাজার ৯৫১ জন।

