সিন্ডিকেটরাজ ও দলবাজি নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ জুন৷৷ রাজ্যে সিণ্ডিকেটরাজ ও দলবাজিকে কোনভাবেই প্রশ্রয় দেবেনা সরকার৷ বর্তমান রাজ্য সরকার স্বচ্ছতার সঙ্গে ত্রিপুরার মানুষের কল্যাণে কাজ করে চলেছে৷ আজ জিরানীয়া মহকুমাস্থিত মাধববাড়ি আন্তরাজ্য ট্রাক টার্মিনাস ও জিরানীয়া রেলওয়ে ইয়ার্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ ননি বলেন, এই দুটি জায়গা সম্পর্কে বিভিন্ন অভিযোগ এসেছে৷


সেসব বিষয়ে খোঁজ নিতেই মুখ্যমন্ত্রী আজ আন্তরাজ্য ট্রাক টার্মিনাস ও জিরানীয়া রেলওয়ে ইয়ার্ড পরিদর্শন করেন৷ মুখ্যমন্ত্রী আরও জানান, সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশান ও সংগঠনগুলির সঙ্গে আলোচনার মাধ্যমে এখন রাজ্য সরকার আন্তরাজ্য ট্রাক টার্মিনাস ও পণ্য পরিবহণের বিষয়টি স্বচ্ছতার সাথে পরিচালনার দায়িত্বভার নেবে৷ এজন্য পরিবহণ মন্ত্রী এবং সংশ্লিষ্ট আধিকারিকদের মুখ্যমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশ দেন৷


জিরানীয়া মহকুমাস্থিত মাধববাড়ি আন্তরাজ্য ট্রাক টার্মিনাসে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে এক প্রশাসনিক বৈঠকও অনুষ্ঠিত হয়৷ আধিকারিকদের কাছ থেকে এই দুটি জায়গার পরিচালন পদ্ধতি ও বর্তমান ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজ-খবর নেন মুখ্যমন্ত্রী৷ কিভাবে সঠিক ব্যবস্থাপনা ও পরিকাঠামো উন্নয়নের মাধ্যমে এই দুটি জায়গার মান উন্নত করা যায় সে বিষয়েও বৈঠকে আলোচনা হয়৷ বৈঠকে পরিবহণ মন্ত্রী ও সংশ্লিষ্ট আধিকারিকগণ আন্তরাজ্য ট্রাক টার্মিনাসের পরিচালন ব্যবস্থা ও পণ্য পরিবহণের বিষয়ে মুখ্যমন্ত্রীকে আবহিত করেন৷ মুখ্যমন্ত্রী বলেন, বিভিন্ন সময়ে এই জায়গাগুলি থেকে দলবাজি এবং নানাভাবে বঞ্চনার অভিযোগ আসে৷ এই করোনা পরিস্থিতিতে এমনিতেই যখন পরিবহণ পেশার সাথে যুক্ত শ্রমিকরা বিভিন্ন সমস্যার সম্মখীন সেই সময়ে এই ধরণের বিষয় কোন ভাবেই কাম্য নয়৷ এমনকি ট্রাক মালিকদের অনেকেই ব্যাঙ্কের কিস্তি পরিশোধ করতে পর্যন্ত হিমসিম খেতে হচ্ছে৷ পণ্য পরিবহণে যুক্ত শ্রমিক, ট্রাক চালক ও মালিকদের উপর যেন কোনধরণের বঞ্চনা বা পক্ষপাতিত্ব না হয় সেদিকে রাজ্য সরকার সজাগ দৃষ্টি রাখছে৷ রাজ্য সরকার চায় সবাই স্বচ্ছতার সঙ্গে একটি স্বচ্ছ ব্যবস্থার মধ্য দিয়ে উপার্জন করুক৷ পরিবহন দপ্তরের প্রধান সচিব শ্রীরাম তরণিকান্তি মাধববাড়িস্থিত আন্তরাজ্য বাস টার্মিনাসে পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে সংশ্লিষ্ট এলাকায় একটি সি এন জি স্টেশান স্থাপন, ডিজিটাল পেমেন্ট পদ্ধতি সহ বেশ কিছু প্রস্তাব রাখেন৷ এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন পরিবহন দপ্তরের মন্ত্রী প্রণজিৎ সিংহরায়, রাজ্য পুলিশের মহানির্দেশক ভি এস যাদব, পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক রাভেল হেমেন্দ্র কুমার, তথ্য ও সংস্ক’তি দপ্তরের সচিব পি কে গোয়েল, পরিবহন দপ্তরের অতিরিক্ত সচিব আর কে নোয়াতিয়া, জিরানীয়া মহকুমা শাসক সুুভাষ দত্ত সহ অন্যান্য আধিকারিকগণ৷