BRAKING NEWS

দেশে দৈনিক করোনা সংক্রমণের সংখ্যা ১,১৪,৪৬০, দৈনিক মৃত্যু নিয়ে উদ্বেগ থাকছেই

নয়াদিল্লি, ৬ জুন (হি.স.) : করোনার দ্বিতীয় ঢেউকে অনেকটাই সামলে নিয়েছে ভারত। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের খবর অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যায় ১,১৪,৪৬০।  মৃতের সংখ্যাও কমেছে অনেকটা। মারণ ভাইরাসের প্রকোপে প্রাণ গিয়েছে ২৬৭৭ জন দেশবাসীর। গত ২৪ ঘণ্টায় ১,৮৯,২৩২ জন করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। সবমিলিয়ে এখনও পর্যন্ত দেশে মোট আক্রান্তের সংখ্যা ২,৮৮,০৯,৩৩৯। মোট সুস্থতার সংখ্যা ২,৬৯,৮৪,৭৮১। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩,৪৬,৭৫৯। এখনও পর্যন্ত সক্রিয় রোগীর সংখ্যা ১৪,৭৭,৭৯৯।


ভারতে বেশ কয়েক দিন ধরে লাগাতার কমছে করোনা আক্রান্তের সংখ্যা। শনিবার দৈনিক আক্রান্ত নেমেছিল ১ লক্ষ ২০ হাজারে। রবিবার তা আরও কিছুটা কমল। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ১৪ হাজার ৪৬০ জন, যা ২ মাস পরে এতটা কমল।


কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ৬ জুন, রবিবার পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২ কোটি ৮৮ লক্ষ ৯ হাজার ৩৩৯। এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৩ লক্ষ ৪৬ হাজার ৭৫৯ জনের। দেশে মোট কোভিড সংক্রমণের হার কমে হয়েছে ৭.৯০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের হারও কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড সংক্রমণের হার ৫.৬২ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *