ফোন এল প্রধানমন্ত্রীর, মুকুলের স্ত্রী-র শারীরিক অবস্থার খোঁজ নিলেন মোদী

কলকাতা, ৩ জুন (হি.স.): করোনাভাইরাসে আক্রান্ত বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি এবং বিধায়ক মুকুল রায়ের স্ত্রী কৃষ্ণা রায়। কৃষ্ণা রায় গত ১১ মে থেকেই হাসপাতালে চিকিৎসাধীন। শারীরিক বেশ কিছু জটিলতাও রয়েছে তাঁর। ফোন করে অসুস্থ কৃষ্ণা রায়ের শারীরিক অবস্থার খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার সকাল ১০.৩০ মিনিট নাগাদ কৃষ্ণাদেবীর শারীরিক অবস্থার খবর নিতে ফোন আসে প্রধানমন্ত্রীর। মুকুলকে ফোন করে তাঁর স্ত্রীর শারীরিক অবস্থা সম্পর্কে জানেন প্রধানমন্ত্রী। মুকুলের সঙ্গে তাঁর বেশ কিছুক্ষণ কথা হয়।
বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন কৃষ্ণাদেবী। করোনা-মুক্ত হলেও শারীরিক বেশ কিছু জটিলতার জন্য একমো সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। বুধবারই সন্ধ্যায় কৃষ্ণাদেবীকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন যুব তৃণমূলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাতেই হাসপাতালে গিয়ে কৃষ্ণাদেবীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এবার মুলুক জায়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে ফোন করলেন খোদ প্রধানমন্ত্রী।