নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ জুন৷৷ পশ্চিমবঙ্গে নির্বাচনোত্তর সন্ত্রাসের প্রতিবাদে আগামীকাল ভার্চুয়াল রেলি অনুষ্ঠিত হবে৷ ওই রেলিতে ত্রিপুরাও অংশ নেবে৷ এ-বিষয়ে প্রদেশ বিজেপি সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত বলেন, পশ্চিমবঙ্গে নির্বাচনোত্তর সন্ত্রাসে এখন মানুষ প্রতিবাদী হয়ে উঠেছেন৷ তাই ওই সন্ত্রাস মোকাবিলায় আলোচনার জন্য কেন্দ্রীয় নেতৃত্ব কর্মসূচি গ্রহণ করেছেন৷ বুধবারের কর্মসূচিতে ত্রিপুরাও অংশ নেবে৷
তিনি বলেন, পশ্চিমবঙ্গে এবং দিল্লির কার্যকর্তাদের সাথে ওই সন্ত্রাস মোকাবিলা নিয়ে আলোচনা করবে৷ তাতে সন্ত্রাসের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধিকে লক্ষ্য হিসেবে নেওয়া হয়েছে৷ তাঁর দাবি, বুধবার বিকেল চারটায় পশ্চিমবঙ্গ বিজেপির কোর-কমিটির সদস্য এবং ড় শ্যামাপ্রসাদ মুখার্জি ফাউন্ডেশনের মেম্বার ডিরেক্টর অনির্বাণ গাঙ্গুলি নির্বাচনোত্তর সন্ত্রাস নিয়ে বক্তব্য পেশ করবেন৷ দলীয় কর্মী-সমর্থকরা ওই রেলিতে অংশ নিয়ে সমস্ত বক্তব্য শুনবেন৷ ত্রিপুরাও ওই বক্তব্য শুনতে রেলিতে যোগ দেবে, বলেন তিনি৷

