নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১ জুন৷৷ করুণা কারফিউ রাতে ন্যায্য মূল্য দোকানে চুরি কান্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে গোটা এলাকা জুড়ে৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন সাউথ পুলিনপুর এলাকায়৷ প্রতিদিনের মত তেলিয়ামুড়া-এক নম্বর রেশন শপের ডিলার চন্দন দাস রেশন শপ লাগিয়ে বাড়িতে চলে আসে আসে৷ যদিও ডিলার চন্দন দাস অন্য এক বাড়িতে ঘর ভাড়া করে রেশন শপের পরিষেবা দিয়ে থাকতেন৷ এক মহিলা ছাড়া অন্য কেউ এই বাড়িতে থাকেন না৷
সোমবার বাড়ির মালিক টিভিতে টিভি শো দেখছিলেন৷ সেই সময় সেই মহিলা আওয়াজ শুনতে পায় টিন ভাঙ্গা শব্দ৷ রাত প্রায় দশটা নাগাদ সেই ভদ্রমহিলা লাইট জ্বালিয়ে ঘর থেকে বের হতে দেখতে পাই রেশনের আটার বস্তা ঘরে বাইরে পড়ে রয়েছে৷ সেই সময় চোরের দল পালিয়ে যায় বলে ভদ্রমহিলা জানান৷ রেশন শপের সামনে গিয়ে দেখতে পাই ঘরের টিন ভাঙ্গা অবস্থায় রয়েছে এবং আটার বস্তা বলে ঘরে বাইরে পড়া অবস্থায় রয়েছে৷ ভদ্রমহিলা খবর দেই রেশন ডিলার চন্দন দাস কে৷ এদিকে বিগত কয়েকমাস পূর্বে ও এই বাড়িতে বড় ধরনের চুরি কান্ডের ঘটনা ঘটেছিল৷

