করোনার টিকাকরণে দেশে শীর্ষে ত্রিপুরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ মে৷৷ করোনা-র টিকাকরণে সারা দেশে ত্রিপুরা শীর্ষস্থানে রয়েছে৷ ৪৫-ঊর্ধদের টিকাকরণে ত্রিপুরা ৮৯ শতাংশ সম্পন্ন করেছে৷ আজ সোমবার সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে এই তথ্য দিয়েছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ তাঁর দাবি, টিকাকরণে জাতীয় গড় ৩৫ শতাংশ৷ এক্ষেত্রে ত্রিপুরার এই সাফল্য মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় সম্ভব হয়েছে৷


তিনি বলেন, তিনটি মন্ত্রে ভর করেই করোনা-র বিরুদ্ধে যুদ্ধে জয়ী হওয়ার জন্য ঝাঁপিয়েছি আমরা৷ নমুনা পরীক্ষা, টিকাকরণ এবং সচেতনার মাধ্যমেই এই বিপদ থেকে মুক্তি পাওয়া সম্ভব বলে মনে করি৷ তাঁর কথায়, ত্রিপুরা সরকারের আহ্বানে সাড়া দিয়ে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছেন এবং করোনা-র প্রকোপ মোকাবিলায় লড়াই জারি রেখেছে৷
আজ কেন্দ্রীয় সরকারের জারিকৃত টিকাকরণে রাজ্যভিত্তিক রিপোর্ট তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, সকলের ঐকান্তিক চেষ্টায় ত্রিপুরা সারা দেশে টিকাকরণে শীর্ষস্থান দখল করতে সক্ষম হয়েছে৷ এদিন তিনি বলেন, টিকাকরণে ৪৫-ঊর্ধদের ত্রিপুরায় ৮৯ শতাংশের প্রথম ডোজ দেওয়া হয়ে গেছে৷ এছাড়া, লাদাখ ৮৬ শতাংশ, সিকিম ৮৫ শতাংশ, লাক্ষাদ্বীপ ৮২ শতাংশ এবং হিমাচল প্রদেশ ৭৬ শতাংশ টিকার প্রথম ডোজ দেওয়া হয়ে গেছে৷ তাঁর দাবি, টিকাকরণে জাতীয় গড় ৩৫ শতাংশ৷ এক্ষেত্রে ত্রিপুরা সরকার একা নয়, মানুষের সহযোগিতায় এই সফলতা সম্ভব হয়েছে৷


তিনি বলেন, স্বাস্থ্যকর্মীদের প্রথম ডোজ ১৭,৩১৬ জন এবং দ্বিতীয় ডোজ ১২,৮৮৭ জনের দেওয়া হয়েছে৷ তেমনি সামনের সারির কর্মীদের প্রথম ডোজ ২২,৫০১ জন এবং দ্বিতীয় ডোজ ১৭,৬১৩ জনের দেওয়া হয়েছে৷ এছাড়া, ৪৫ থেকে ৫৯ বছর বয়সিদের প্রথম ডোজ ১,৫৭,৩৮৭ জন এবং দ্বিতীয় ডোজ ৭১,২২৫ জনকে দেওয়া সম্ভব হয়েছে৷ তেমনি ৬০-ঊর্ধদের প্রথম ডোজ ৯৬,৩৪৩ জন এবং দ্বিতীয় ডোজ ৫১,৮৩৫ জনকে দেওয়া হয়েছে৷ তিনি জানান, ত্রিপুরায় ১৮ থেকে ৪৪ বছর বয়সিদের প্রথম ডোজ ৫৩,১৬৪ জনকে দেওয়া হয়েছে৷ আজ তিনি জানিয়েছেন, ত্রিপুরায় এখন পর্যন্ত প্রথম ও দ্বিতীয় ডোজ মিলিয়ে ১৬ লক্ষ ৬ হাজার ৫৫২ জনের টিকাকরণ হয়েছে৷ এ-বিষয়ে জেলাভিত্তিক হিসাব তুলে ধরে তিনি বলেন, খোয়াই জেলায় ১,০৩,৫১৬ ডোজ, দক্ষিণ ত্রিপুরা জেলায় ২,৪৭,৫৬৯ ডোজ, গোমতি জেলায় ১,৪৩,০৬০ ডোজ, উনকোটি জেলায় ৯২,১১০ ডোজ, সিপাহিজলা জেলায় ১,৭৫,৪২৬ ডোজ, পশ্চিম ত্রিপুরা জেলায় ৫,২২,৫১৯ ডোজ, উত্তর ত্রিপুরা জেলায় ১,৮২,৮৮৯ ডোজ এবং ধলাই জেলায় ১,৩৯,৪৬৩ ডোজ দেওয়া হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *