নয়াদিল্লি, ৩১ মে (হি.স.): দু’মাসেরও কম সময়ে এই নিয়ে ১৬ বার, আরও মহার্ঘ্য হল পেট্রোল ও ডিজেল। সোমবার দিল্লি, মুম্বই, ভোপাল, কলকাতা-সহ দেশের সর্বত্রই বেড়েছে পেট্রোল ও ডিজেলের দাম। উদ্বেগ বাড়িয়ে মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে ১০২.৩৪ টাকায় পৌঁছেছে পেট্রোলের দাম, মুম্বইয়ে ১০০.৪৭ টাকা ছাড়িয়েছে লিটার প্রতি পেট্রোলের দাম। এভাবে পেট্রোলের দাম বাড়তে থাকলে দিল্লি ও কলকাতাতেও সেঞ্চুরি হাঁকাবে পেট্রোল।
কলকাতায় লিটার প্রতি পেট্রোলের বর্ধিত দাম ৯৪.২৫ টাকা এবং ডিজেলের নতুন দাম ৮৮ টাকা| রাজধানী দিল্লিতে পেট্রোলের বর্ধিত দাম ৯৪.২৩ টাকা এবং ডিজেলের দাম ৮৫.১৫ টাকা। সেঞ্চুরি তো আগেই হাঁকিয়েছে, মুম্বইয়ে সোমবার পেট্রোলের দাম পৌঁছেছে ১০০.৪৭ টাকায় এবং ডিজেলের দাম ৯২.৪৫ টাকা। ভোপালে পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে হয়েছে, যথাক্রমে ১০২.৩৪ টাকা প্রতি লিটার এবং ৯৩.৩৭ টাকা প্রতি লিটার। কোনও দিন বাড়ছে, কোনও দিন আবার অপরিবর্তিত থাকছে, কিন্তু পেট্রোল ও ডিজেলের দাম কমার কোনও লক্ষণই দেখা যাচ্ছে না। ফলে রোজই চিন্তা বাড়ছে সাধারণ মানুষের।
2021-05-31