দূর্ঘটনায় টিএসআর জওয়ানের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, কাঞ্চনপুর, ২৬ মে৷৷ পথ দূর্ঘটনায় নিহত বিশ্বজিৎ এক টি এস আর জাওয়ান৷ ঘটনা বুধবার আনুমানিক রাত সাড়ে ৯টা নাগাদ ধর্মনগর থানাধীন কৃষ্ণপুর এলাকায়৷ মৃত টি এস আর জাওয়ানের নাম বিশ্বজিৎ সিনহা, (৪২) পিতা বিপিন সিনহা, বাড়ি ধর্মনগর কামেশ্বর এলাকায়৷ জানা গেছে কৃষ্ণপুর এলাকার জনৈক এক ব্যক্তি রাস্তায় মটর বাইক সহ বিশ্বজিৎ সিনহাকে পরে থাকতে দেখে অগ্ণিনির্বাপক দপ্তরে খবর দিলে অগ্ণি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনা স্থলে গিয়ে বিশ্বজিৎ সিনহাকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্ত্যবরত চিকিৎসক বিশ্বজিৎ সিনহাকে মৃত বলে ঘোষনা করেন৷ বিশ্বজিৎ এর প্যাকেট থেকে পুলিশ যে পরিচয় পত্র উদ্ধার করেছে তা থেকে জানা গেছে বিশ্বজিৎ টি এস আর এর ৮নং বেটেলিয়ানে কর্মরত৷


পুলিশ ঘটনা স্থল থেকে তার টি আর ০৫ বি ৯৪১৬ নম্বরের মটর বাইক উদ্ধার করে থানায় নিয়ে গেছে৷ কি ভাবে এই দূর্ঘটনাটি সংঘটিত হয়েছে তা এখনও জানতে পারেনি পুলিশ৷ ধর্মনগর -তিলথৈ রোডে ধর্মনগর শহর থেকে কিছুটা দূর এই কৃষ্ণপুর এলাকাটি, চলছে কার্ফু ও৷রাস্তা ঘাট পুরো শুন্য থাকার কারণে কি ভাবে এই দূর্ঘটনা হয়েছে তা কেউ দেখতে পায়নি৷ প্রাথমিক ভাবে পুলিশের ধারনা কোন একটি গাড়ীর সাথেই সংঘর্ষ হয়েছে এই টি এস আর জাওয়ানের৷ সংঘর্ষ এর পর ঘটনা স্থল থেকে গাড়িটি পালিয়ে গেছে৷ তদন্তে নেমেছে ধর্মনগর থানার পুলিশ৷ খবর দেওয়া হয়েছে বিশ্বজিৎ এর পরিবারকে৷ মৃতদেহ ময়না তদন্তের জন্য ধর্মনগর হাসপাতালেরই মর্গে রাখা হয়েছে৷


এদিকে অগ্ণি নির্বাপক দপ্তরের এক জনৈক কর্মী জানিয়েছেন ধর্মনগর অগ্ণি নির্বাপক দপ্তরে ছোট গাড়িটি প্রায় ২মাস যাবত বিকল হয়ে পড়ে থাকলেও গাড়িটি সাড়াই করার কোন উদ্যোগ নেওয়া হচ্ছে না দপ্তরের পক্ষ থেকে৷ অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাদের৷ যেকোন পথ দূর্ঘটনার খবর পেলেও তাদের বড় গাড়ি নিয়ে যেতে হয় ঘটনাস্থলে যার জন্য একদিকে অধিক সময় ব্যায় হয়৷