জ্বালানি তেলের দাম বাড়ছেই, রেকর্ড উচ্চতায় পেট্রোল-ডিজেলের দর

নয়াদিল্লি, ২৫ মে (হি.স.): জ্বালানি তেলের চড়া দর ফের নতুন রেকর্ড গড়ল দেশে। মূল্যবৃদ্ধিতে একের পর রেকর্ড গড়তে গড়তে আরও মহার্ঘ্য হল জ্বালানি তেল। মঙ্গলবার ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। এদিন ২০-২৩ পয়সা পর্যন্ত বেড়েছে পেট্রোলের দাম এবং ২৪-২৭ পয়সা পর্যন্ত বেড়েছে ডিজেলের দাম। ২২ পয়সা বৃদ্ধির পর কলকাতায় লিটার প্রতি পেট্রোলের বর্ধিত দাম ৯৩.৪৯ টাকা এবং ২৫ পয়সা বৃদ্ধির পর ডিজেলের দাম ৮৭.১৬ টাকা| রাজধানী দিল্লিতে ২৩ পয়সা বৃদ্ধির পর পেট্রোলের বর্ধিত দাম ৯৩.৪৪ টাকা এবং ২৫ পয়সা বৃদ্ধির পর ডিজেলের দাম ৮৪.৩২ টাকা।
কলকাতা ও দিল্লির পাশাপাশি মুম্বই ও চেন্নাইতেও বেড়েছে দুই জ্বালানি তেলের দাম। মুম্বইয়ে ১০০ টাকা ছুঁতে চলেছে পেট্রোলের দাম, ২২ পয়সা বৃদ্ধির পর মঙ্গলবার মুম্বইয়ে পেট্রোলের দাম ৯৯.৭১ টাকা এবং ২৭ পয়সা বৃদ্ধির পর ডিজেলের দাম ৯১.৫৭ টাকা। চেন্নাইয়ে পেট্রোল ও ডিজেলের দাম বেড়ে হয়েছে, যথাক্রমে ৯৫.০৬ টাকা প্রতি লিটার এবং ৮৯.১১ টাকা প্রতি লিটার। দুই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে মাথায় হাত মধ্যবিত্তের, স্বাভাবিকভাবেই জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিফলন ঘটছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামে। যা আখেরে করোনায় আর্থিক সঙ্কটের মধ্যে আমজনতার পকেটের চাপ বাড়াচ্ছে।