কলকাতায় ব্ল্যাক ফাঙ্গাসে প্রথম মৃত্যু, আতঙ্ক বাড়ছে পশ্চিমবঙ্গে!

কলকাতা, ২২ মে (হি.স.): ব্ল্যাক ফাঙ্গাসের আতঙ্ক আরও বাড়ল পশ্চিমবঙ্গে! ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে কলকাতায় প্রথম প্রাণ হারালেন বছর ৩২-এর একজন মহিলা। মৃত মহিলার নাম শম্পা চক্রবর্তী। তাঁর বাড়ি হরিদেবপুরে। সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে। শম্পা করোনার পাশাপাশি ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইকোসিসেও আক্রান্ত হন। 

হাসপাতাল সূত্রের খবর, ব্ল্যাক ফাঙ্গাসের চিকিৎসাও করা হয়েছিল ওই মহিলার। ব্ল্যাক ফাঙ্গাসের ওষুধ ‘অ্যাম্ফোটিরিসিন-বি’ দেওয়া হয়েছিল তাঁকে, দেওয়া হয়েছিল অক্সিজেনও। কিন্তু, তাঁকে বাঁচানো যায়নি। শুক্রবার প্রাণ হারান ডায়াবিটিসে আক্রান্ত ওই মহিলা। শম্পার ১৩ বছরের একটি মেয়ে রয়েছে, তাঁর স্বামী একটি দোকানে কাজ করেন। স্ত্রীর অকাল-মৃত্যুতে শোকস্তব্ধ তাঁর স্বামী।