নয়াদিল্লি, ২২ মে (হি.স.): করোনা-আক্রান্ত রোগীদের ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হওয়ার ঘটনা দেশ জুড়ে বেড়েই চলেছে। ব্ল্যাক ফাঙ্গাসকে ইতিমধ্যেই মহামারী হিসেবে চিহ্নিত করেছে কেন্দ্রীয় সরকার। এবার কোভিড টিকার ঘাটতি ও ব্ল্যাক ফাঙ্গাসের ওষুধের সঙ্কট নিয়ে কেন্দ্রকে আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। শনিবার রাহুল গান্ধী টুইট করে জানিয়েছেন, “মোদী সিস্টেমের অপশাসনের জন্য শুধুমাত্র ভারতেই করোনার সঙ্গে-সঙ্গে ব্ল্যাক ফাঙ্গাস মহামারী দেখা দিয়েছে।”
শনিবার সকালে টুইট করে রাহুল গান্ধী লিখেছেন, “মোদী সিস্টেমের অপশাসনের জন্য শুধুমাত্র ভারতেই করোনার সঙ্গে-সঙ্গে ব্ল্যাক ফাঙ্গাস মহামারী দেখা দিয়েছে। শুধুমাত্র ভ্যাকসিনের ঘাটতিই নয়, এই নতুন মহামারীর জন্যও ওষুধের বিপুল সঙ্কট রয়েছে।” একইসঙ্গে প্রধানমন্ত্রীকেও খোঁচা দিয়েছেন রাহুল গান্ধী।