ঘূর্ণিঝড় ইয়াশের সতর্কতা, ছুটি বাতিল করল পুরসভা

সোনারপুর, ২২ মে (হি.স.): পুরসভার সমস্ত কর্মীদের এক সপ্তাহের জন্য ছুটি বাতিল করল রাজপুর-সোনারপুর পুরসভা৷ আগামী সোমবার থেকেই পুরসভার সমস্ত কর্মীর জন্য এই নিয়ম লাগু হবে বলে জানিয়ে দিয়েছেন পুরসভার প্রশাসক বোর্ডের প্রধান পল্লব দাস৷ পাশাপাশি পুরসভায় ২৪ ঘণ্টার জন্য একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে। ঘূর্ণিঝড় ইয়াসের মোকাবিলায় এই পদক্ষেপ গ্রহণ করেছে দক্ষিণ ২৪ পরগনার রাজপুর-সোনারপুর পুরসভা। 

আমফান ঝড়ের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই পুরসভা কর্তৃপক্ষ একাধিক পদক্ষেপ নিচ্ছেন৷ পানীয় জল ও বিদ্যুত পরিষেবা যাতে বিঘ্ন না হয় তার জন্য সংশ্লিষ্ট কর্মীদের প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে৷ ঝড়ের তান্ডবে গাছ ভেঙে পড়লে তা যাতে দ্রুত সরিয়ে দেওয়া যায় তার জন্যও প্রস্তুত পুরসভা৷ একাধিক পেট্রোল চালিত কাটার কেনা হয়েছে এ জন্য৷ এছাড়া কেটে সরানোর জন্য জেসিপিও ভাড়া নেওয়া হয়েছে৷ সেফ হোমে যাতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা বজায় থাকে সে জন্য ইতিমধ্যেই জেনারেটরের ব্যবস্থা করা হয়েছে৷ এছাড়া সোনারপুর গ্রামীণ হাসপাতাল-সহ অন্যান্য জায়গায় যেখানে ভ্যাকসিন রয়েছে সেগুলি যাতে সুরক্ষিত থাকে তারজন্যও যাবতীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুরসভার প্রশাসক ডঃ পল্লব দাস৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *