আগরতলা প্রেস ক্লাবে কোভিড ভ্যাকসিন নিয়েছেন ৭৬৬ জন সাংবাদিক, চিত্রসাংবাদিক ও সংবাদকর্মী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ মে৷৷ করোনা প্রতিরোধে রোগ সনাক্তকরণ, কোভিড টেস্ট, টিকাকরণ ও সতর্কতার উপর সরকার সর্বাধিক গুরুত্ব দিয়েছে৷ সারা দেশেই টিকার কিছুটা সঙ্কট রয়েছে ঠিকই কিন্তু সরকার রাজ্যের প্রতিটি জনগণের টিকাকরণে বদ্ধপরিকর৷ আজ আগরতলা প্রেস ক্লাবের উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিকদের জন্য কোভিড টিকাকরণ কর্মসূচির পরিদর্শন করতে এসে সাংবাদিকদের প্রশ্ণের উত্তরে একথা বলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷

এই কর্মসূচি আয়োজনে সহায়তায় রয়েছে স্বাস্থ্য এবং তথ্য ও সংসৃকতি দপ্তর৷ সাংবাদিকদের প্রশ্ণের উত্তরে শিক্ষামন্ত্রী আরও বলেন, সাংবাদিকরা হল প্রথম সারির যোদ্ধা৷ রাজ্যের উন্নয়নমুখী কার্যকলাপে সাংবাদিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে৷ তাই প্রথম থেকেই রাজ্য সরকার নীতিগতভাবে সাংবাদিকদের জন্য বিশেষ টিকাকরণ শিবির আয়োজনে সদর্থক দৃষ্টিভঙ্গী পোষণ করেছিল৷ তিনি আশা প্রকাশ করে বলেন, আজকের এই টিকাকরণ কর্মসূচির মাধ্যমে আগরতলা শহরাঞ্চলের প্রায় সকল সাংবাদিকই টিকাকরণের আওতায় এসেছেন৷

যদি প্রয়োজন থাকে পরবর্তীতে এ ধরণের কর্মসূচির আয়োজন করা যাবে বলেও তিনি আশ্বাস দেন৷ উল্লেখ্য, আজকের এই টিকাকরণ কর্মসূচিতে ৭৬৬ জন সাংবাদিক, চিত্রসাংবাদিক ও সংবাদকর্মী কোভিড ভ্যাকসিন নিয়েছেন৷ টিকাকরণ কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি সুবল কুমার দে, সম্পাদক প্রণব সরকার, ভূপেন্দ্র চন্দ্র দত্ত ভৌমিক ট্রাস্টের চেয়ারম্যান সঞ্জয় পাল, স্বাস্থ্য দপ্তরের প্রধান সচিব ড় জে কে সিনহা, তথ্য ও সংসৃকতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস প্রমুখ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *