আগরতলা, ২১ মে (হি. স.) : ত্রিপুরায় করোনা-র প্রকোপে মানুষের রোজগারে আঘাত নেমে এসেছে। গরীব মানুষের দু-বেলার খাবার বন্দোবস্ত করার জন্য ছুটে গেছেন পশ্চিম ত্রিপুরা সাংসদ প্রতিমা ভৌমিক। আজ তিনি জিরানিয়া, মজলিশপুর এবং খয়েরপুর -এ দুঃস্থ-দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এদিন তিনি বলেন, আজ জিরানিয়ার গরু বাজারে কোবিড পরিস্থিতির জন্য দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। এছাড়া, আজ মজলিশপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আসাম পাড়ায় এবং খয়েরপুরের কালীনগরে কোবিড পরিস্থিতির জন্য দরিদ্র পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছি।
সাংসদের কথায়, করোনা-র প্রকোপ থেকে মানুষের জীবন বাঁচাতে ত্রিপুরা সরকার পুর নিগম এলাকায় সম্পুর্ন দিন এবং পশ্চিম ত্রিপুরা জেলায় নৈশকালীন কারফিউ জারি করেছে। ফলে, মানুষের দৈনন্দিন চাহিদা মেটানো সমস্যার মুখে পড়েছে। তাই, গরীব মানুষের দু-বেলা খাবার বন্দোবস্ত করার উদ্দেশ্যেই ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। তাতে, করোনা পরিস্থিতিতে রোজগার না থাকলেও খাবারের অভাব হবে না তাদের, বলেন তিনি।