কলকাতা, ২০ মে (হি.স.): করোনা আতঙ্কে জর্জরিত দেশবাসীকে রাজ্যবাসী । এই পরিস্থিতিতেদেশের করোনা পরিস্থিতি নিয়ে ১০ রাজ্যের মোট ৫৪ জন জেলাশাসকের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী । সেই বৈঠকের তালিকায় ছিলেন বাংলার ৯ জেলার জেলাশাসক, মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব । সেই বৈঠকে অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একরাশ ক্ষোভ উগরে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ‘গঙ্গাকে মৃত্যুপুরীতে পরিণত করা হয়েছে’ বিজেপিকে তোপ মুখ্যমন্ত্রীর ।
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে বিহার, উত্তরপ্রদেশ গঙ্গায় করোনায় মৃতের দেহ ভাসানো নিয়ে কেন্দ্রকে তোপ দাগিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেন, ‘মৃত্যুুপুরীতে পরিণত করেছে । দেশটাকে বিষাক্ত করে ছাড়ছে । নদীতে একের পর এক দেহ ভাসছে।যে গঙ্গা পবিত্র সেখানকার জলে হাত দিতে মানুষ ভয় পাচ্ছে। উত্তরপ্রদেশে কেনও কেন্দ্রীয় টিম গেল না নদীতে দেহের তদন্ত করতে । ওটা বিজেপির রাজ্য বলে !’