ত্রিপুরায় ২২টি ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক নিয়োগের সিদ্ধান্তে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে৷৷ ককবরক ভাষাকে প্রাধান্য দেওয়ার উদ্দেশ্যে এবং এই ভাষার উন্নয়নে ত্রিপুরায় ২২টি ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক নিয়োগের সিদ্ধান্তে মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে৷ টিপিএসসি-র মাধ্যমে তাঁদের নিয়োগ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ সাথে তিনি যোগ করেন, টেট-উত্তীর্ণ ৪৮৭ জন স্নাতক শিক্ষক এবং ১৯৮ জন অস্নাতক শিক্ষকদের পোস্টিং দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে৷ এছাড়া এককালীন ছাড় পেয়ে স্নাতক ও অস্নাতক ৫৪৩ জনের পোস্টিং তৈরি হয়ে রয়েছে৷

তাঁদের মধ্যে বিএড কিংবা ডিএল.এড সার্টিফিকেট নেই এমন শিক্ষকদের পোস্টিং দেওয়ার ক্ষেত্রে এনসিটিই-র অনুমতি চেয়ে আবেদন পাঠানো হয়েছে৷ অনুমতি পাওয়ার সাথে সাথেই তাঁদের পোস্টিং দেওয়া হবে৷
আজ বুধবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, গত মন্ত্রিসভায় ২২ জন ককবরক বিষয়ে সহকারী অধ্যাপক পদে নিয়োগের সিদ্ধান্ত অনুমোদিত হয়েছে৷ টিপিএসসি-র মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে৷ উচ্চশিক্ষা দফতরের অধীন রাজ্যের ২২টি ডিগ্রি কলেজে একজন করে ককবরক সহকারী অধ্যাপক দেওয়ার জন্য রাজ্য সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে৷ তিনি বলেন, ত্রিপুরায় ডিগ্রি কলেজগুলিতে ককবরক বিষয়ে পড়াশুনা করছেন এমন ৭,৫০০ জন ছাত্রছাত্রী রয়েছেন৷ এখন গেস্ট লেকচারার দিয়ে কাজ চালানো হচ্ছে৷ তাঁর দাবি, ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে ককবরক ভাষা নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি পেয়েছেন এমন ২২৪ জন আছেন৷ তাই, ২২টি ডিগ্রি কলেজে ককবরক বিষয়ে সহকারী অধ্যাপক নিয়োগে সিদ্ধান্ত হয়েছে৷ শিক্ষামন্ত্রী জানান, ইতিমধ্যেই ৪০টি বিভিন্ন বিষয়ে সহকারী অধ্যাপক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷


এদিন তিনি জানান, টেট-উত্তীর্ণ ৪৮৭ জন স্নাতক শিক্ষক এবং ১৯৮ জন অস্নাতক শিক্ষককে পোস্টিং দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে যাতে শিক্ষকরা গ্রীষ্মকালীন ছুটির পর স্ব-স্ব বিদ্যালয়ে যোগ দিতে পারেন৷ এই কল ৪৮৭ জন স্নাতক শিক্ষকের মধ্যে অ্যাশপিরেশন্যাল ব্লকের বিভিন্ন বিদ্যালয়ে ১৩৭ জনকে পোস্টিং দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে৷ তাছাড়া বাকিদের বিভিন্ন জেলার বিদ্যালয়গুলিতে পোস্টিং দেওয়ার কথাও তিনি উল্লেখ করেন৷ পাশাপাশি ১৯৮ জন অস্নাতক শিক্ষককের মধ্যে ৯২ জনকে রাজ্যের বিভিন্ন অ্যাশপিরেশন্যাল ব্লকে এবং বাকিদের রাজ্যের অন্যান্য জেলার বিদ্যালয়গুলিতে পোস্টিং দেওয়া হবে বলে জানান শিক্ষামন্ত্রী৷ তিনি জানান, আরও স্নাতক এবং অস্নাতক শিক্ষক মিলিয়ে ৫৪৩ জনের পোস্টিংও তৈরি রয়েছে৷ তবে তাঁদের মধ্যে এককালীন ছাড় নিয়ে যাঁরা টেট পরীক্ষায় যোগ্যতা অর্জন করেছেন তাঁরা ট্রেনি শিক্ষক হিসেবে কাজ করবেন৷ যাঁদের বিএড বা ডিএল.এড রয়েছে তাঁদের পোস্টিঙের ক্ষেত্রে কোনও সমস্যা থাকবে না৷ তবে যাঁদের বিএড এবং ডিএল.এড নেই তাঁদের কথা বিবেচনা করে রাজ্য সরকার এনসিটি-র কাছে পোস্টিঙের জন্য অনুমতি চেয়ে আবেদন করেছে৷ অনুমতি পেলেই তাঁদের পোস্টিং দেওয়া হবে৷ এক্ষেত্রে তাঁদের পোস্টিং রাজ্যের চারটি ডায়েট কলেজের আশপাশের বিদ্যালয়গুলিতে দেওয়া হবে যাতে তাঁরা শিক্ষকতার পাশাপাশি এই কোর্সগুলি করার সুবিধা পেতে পারেন৷