নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে৷৷ ফের রাজ্যে রেকর্ডসংখ্যক নমুনা পরীক্ষার ফলে গত ২৪ ঘণ্টায় এখন পর্যন্ত সবর্োচ্চ করোনা আক্রান্তের সন্ধান মিলেছে৷ গত ২৪ ঘণ্টায় রাজ্যে সর্বকালের রেকর্ড নমুনা পরীক্ষা করা হয়েছে৷ একদিনে ১০,১৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাতে ৮৭৯ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ আক্রান্তের হার ৮.৬৩ শতাংশ৷ এদিকে, রাজ্যে আরও তিনজনের মৃত্যু করোনাকালে চিন্তা রীতিমতো বাড়িয়েই চলেছে৷ কারণ, প্রতিদিন করোনা আক্রান্তের মৃত্যুর খবরে উদ্বিগ্ণ গোটা রাজ্য৷ অবশ্য, গত ২৪ ঘণ্টায় ৩১৬ জন করোনা সংক্রমণ থেকে মুক্তিও পেয়েছেন৷ তবে চিন্তা এখনও রীতিমতো বাড়িয়ে রেখেছে, নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে ৩৯৩ জন শুধু পশ্চিম ত্রিপুরা জেলায় অবস্থান করছেন৷ তাতে, পশ্চিম ত্রিপুরা জেলা আবারও সংক্রমণে শীর্ষস্থানে রয়েছে৷ বর্তমানে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্ত রয়েছেন ৫,৬০৫ জন৷
স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরে ১,৩৬৩ এবং র্যাপিড অ্যান্টিজেনের মাধ্যমে ৮,৮২২ জনকে নিয়ে মোট ১০,১৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে৷ তাতে, আরটি-পিসিআরে ১৫৪ জন এবং র্যাপিড অ্যান্টিজেনে ৭২৫ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে৷ সব মিলিয়ে গত ২৪ ঘণ্টায় মোট ৮৭৯ জন নতুন করোনা সংক্রামিতের খোঁজ পাওয়া গেছে৷
তবে সামান্য স্বস্তির খবরও রয়েছে৷ গত ২৪ ঘণ্টায় ৩১৬ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়েছেন৷ বর্তমানে করোনা আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ৫,৬০৫ জন৷ প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ৪২,৭৭৬ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ তাদের মধ্যে ৩৬,৬৫৮ জন করোনা সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন৷ বর্তমানে ত্রিপুরায় করোনা আক্রান্তের হার বেড়ে হয়েছে ৫.২৫ শতাংশ৷ তেমনি, সুস্থতার হার কমে হয়েছে ৮৫.৮২ শতাংশ৷ এদিকে মৃতের হার ১.০৫ শতাংশ৷ নতুন করে তিনজনের মৃত্যুর ফলে এখন পর্যন্ত ত্রিপুরায় ৪৫০ জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন৷
স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, ক্রমাগত পশ্চিম জেলা সংক্রমণে শীর্ষে রয়েছে৷ গত ২৪ ঘণ্টায় নতুন করে পশ্চিম জেলায় ৩৯৩ জন, দক্ষিণ জেলায় ১০৫ জন, গোমতি জেলায় ৪০ জন, ধলাই জেলায় ৩০ জন, সিপাহিজলা জেলায় ১০৪ জন, উত্তর ত্রিপুরা জেলায় ১০৫ জন, উনকোটি জেলায় ৭৬ জন এবং খোয়াই জেলায় ২৬ জন করোনা আক্রান্ত হয়েছেন৷ তাতে দেখা যাচ্ছে, প্রত্যেক জেলায় করোনার সংক্রমণ অতি দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে৷
করোনা পরিস্থিতি নিয়ে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, চলতি মাসে এখন পর্যন্ত ১ লক্ষ ৪ হাজার ৮৫৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে৷ তাদের মধ্যে ৭,৪৩৪ জনের দেহে করোনা-র সংক্রমণ মিলেছে৷ আক্রান্তের হার ৭.০৯ শতাংশ৷ এছাড়া, সুস্থ হয়েছেন ২,৭২০ জন এবং মারা গেছেন ৫২ জন৷ সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৫,৯২৪ জন৷ তিনি জানান, সক্রিয় করোনা আক্রান্তদের মধ্যে ৭১৩ জন হাসপাতাল এবং কোভিড কেয়ার সেন্টারে চিকিৎসাধীন রয়েছেন৷ বাকি ৫,২১১ জন বাড়িতে আইসোলেশনে আছেন৷

