দলের সুপ্রিমো-র উপর হামলা, ২২ মে এডিসি এলাকা ২৪ ঘন্টা বনধ ডাকল আইপিএফটি

আগরতলা, ২০ মে (হি. স.) : দলের সুপ্রিমো তথা ত্রিপুরার রাজস্ব মন্ত্রী নরেন্দ্র চন্দ্র দেববর্মা-র উপর হামলার প্রতিবাদে শাসক জোট শরিক আইপিএফটি আগামী ২২ মে এডিসি এলাকায় ২৪ ঘন্টা বনধের ডাক দিয়েছে। গতকাল তিনি জম্পুইজলায় হামলার শিকার হয়েছিলেন।

এ-বিষয়ে আজ আইপিএফটি কেন্দ্রীয় কমিটি বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দলের সাধারণ সম্পাদক তথা জনজাতি কল্যাণ মন্ত্রী মেবার কুমার জমাতিয়া আজ সাংবাদিক সম্মেলনে বলেন, আইপিএফটি কেন্দ্রীয় কমিটি এডিসি এলাকায় বনধের সিদ্ধান্ত নিয়েছে। এদিন এন সি দেববর্মা-র বাসভবনে ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

তিনি বলেন, বৈঠকে সকলে এন সি দেববর্মা-র উপর হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তাঁর দাবি, ওই হামলা তিপ্রা মথা সমর্থক-দের পূর্ব পরিকল্পিত ছিল। হামলা ঘটনায় দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানাচ্ছে আইপিএফটি। সাথে তিনি আজ মান্দাই বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক ধীরেন্দ্র দেববর্মা-র উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। তাঁর অভিযোগ, তিপ্রা মথা-র জেলা পরিষদ-র সদস্য গণেশ দেববর্মা-র ষড়যন্ত্রে বেলবারি-তে দলীয় বৈঠক বানচালের উদ্দেশ্যে হামলা সংগঠিত হয়েছে। তাতে, ছয় জন গুরুতর আহত হয়েছেন এবং তারা হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন।

ওই দুইটি হামলার ঘটনায় আইপিএফটি সাধারণ সম্পাদক মেবার কুমার জমাতিয়া মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং ত্রিপুরা পুলিশের মহা নির্দেশক ভিএস যাদবের সাথে কথা বলেছেন এবং শীঘ্রই কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন। শুধু তাই নয়, তিনি তিপ্রা মথা-র চেয়ারম্যান প্রদ্যুত কিশোরের সাথে এ-বিষয়ে কথা বলেছেন এবং দলীয় কর্মী সমর্থক-দের নিয়ন্ত্রণে রাখার অনুরোধ জানিয়েছেন।

তাঁর আরও অভিযোগ, তিপ্রা মথা-র কর্মী সমর্থক-রা এডিসি এলাকায় উন্নয়ন কাজে বাধা দিচ্ছেন। তারা পঞ্চায়েত অফিসে অনাধিকার ঢুকছে, আধিকারিক-দের হুমকি দিচ্ছেন। তাতে, সকলেই ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন। হিন্দুস্থান সমাচার\সন্দীপ