পাবিয়াছড়ায় শ্বশুরের দায়ের কোপে গুরুতর আহত জামাতা

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ১৮ মে৷৷ শশুরের ধারালো দায়ের কোপে রক্তাক্ত ঘর জামাই৷ ঘটনা কদমতলা থানাধীন রানীবাড়ী গ্রাম পঞ্চায়েতের ৩নং ওয়ার্ড এলাকায়৷আহত জামাতা হাসপাতালে চিকিৎসাধীন৷পুলিশ মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে৷


ঘটনার বিবরণে জানা যায়, গতকাল রাত্রি বেলা উত্তর জেলার কদমতলা থানাধীন পিয়ারীছড়া ৩নং ওয়ার্ডের মানুষ হঠাৎ করে দেখতে পায় রাস্তার পাশে এক ব্যক্তি রক্তলুপ্ত অবস্থায় পড়ে রয়েছে৷সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় কদমতলা থানা এবং প্রেমতলা দমকল বাহিনীকে৷ প্রেমতলা দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল থেকে রক্তলুপ্ত অবস্থায় ঐ ব্যক্তিকে উদ্ধার করে কদমতলা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে৷জানা গেছে আহত ব্যক্তির নাম কৃশান উরাং(২৮) পিতা গরীব উরাং৷বাড়ি পিয়ারীছড়া গ্রাম পঞ্চায়েত এলাকায়৷২০০৩ সালে কৃশান উরাং একই গ্রাম পঞ্চায়েত এলাকার সমর উরাং এর মেয়ে উত্তরা উরাং এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়৷


আর বিয়ের পর থেকে কৃশান ঘর জামাই হিসাবে শ্বশুর বাড়িতে উঠে৷গুরুতরভাবে আহত জামাতা কৃশান উরাং এর অভিযোগ মূলে জানা গেছে,শশুর সময় উরাং ধারালো দা দিয়ে তার উপর প্রাণঘাতী হামলা চালিয়ে রক্তাক্ত করেছে৷এর পূর্বেও তার উপর শারীরিক অত্যাচার চালাত দুর্বৃত্ত শশুর৷মূলত ঘর জামাই থাকার অপরাধে প্রায়ই শ্বশুরবাড়ি অত্যাচার সহ্য করতে হতো কৃশানকে৷ যে অত্যাচারের গণ্ডি গতকাল ছাড়িয়ে গেছে৷ তবে বর্তমানে গুরুতরভাবে আহত জামাতা কৃশান উরাং পুলিশ প্রশাসনের নিকট ন্যায় বিচারের আর্জি জানিয়েছে৷ এদিকে গুরুতরভাবে আহত কৃশান বর্তমানে কদমতলা সামাজিক হাসপাতালে চিকিৎসাধীন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *