কলকাতা, ১৯ মে (হি. স.) : জামিন নাকি জেল? নারদ মামলায় ধৃত ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্যায়ের ভাগ্য নির্ধারণ বুধবার। মামলা অন্যত্র সরানো এবং জামিন স্থগিতের পুনর্বিবেচনার আরজি দুই বিষয় নিয়েই শুনানি হবে।
মঙ্গলবার দুপুর থেকেই জ্বর ফিরহাদ হাকিমের। প্রেসিডেন্সি সংশোধনাগারেই রয়েছেন তিনি। তাঁকে দেওয়া হয়েছে প্যারাসিটামল। তবে হাসপাতালে ভরতি হতে নারাজ তিনি। সকালে প্রাতঃরাশও করেননি। এদিকে, এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়, কামারহাটির বিধায়ক মদন মিত্র এবং প্রাক্তন তৃণমূল ও বিজেপি নেতা শোভন চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল।