নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৪ মে৷৷ পোকামাকড় মিশ্রিত কাঁচাঁ কুঁয়োর জল একমাত্র আমাদের ভরসা৷ প্রখর রুদ্র তপ্তদিনেও একই জল৷ আর জল বাহিত রোগ আমাদের নিত্যসঙ্গী৷ জল সমস্যা সমাধানের জন্য বারবার স্থানীয় এডিসি ভিলেজ এবং মুঙ্গিয়াকামী ব্লক প্রশাসনের নজরে নিলেও আখের কোন লাভালাভ হয়নি৷ ভোটের সময় প্রশাসন থেকে স্থানীয় নেতৃত্বরা জল সমস্যা সমাধানের আশ্বাস দিলেও ভোট ফুরিয়ে যেতেই জল সমস্যা একই তিমিরে৷ কথাগুলি বলছিল এক উপজাতি রমণী৷ প্রসঙ্গ পানীয় জলের সমস্যা৷ ঘটনা মুঙ্গিয়াকামী ব্লকের দক্ষিণ গকুলনগর এডিসি ভিলেজের চিন্তা কুমার পাড়া৷ এই উপজাতি অধ্যুষিত গ্রামটিতে প্রায় শতাধিক পরিবারের বসবাস৷
ছড়ার পাশে একটি কাঁচা কুয়োর উপর নির্ভর থাকতে হয় তাদের৷ কাঁচা কুঁয়োর জল পোকামাকড় মিশ্রিত৷ এই অপরিশোধিত জল দিয়েই তারা জলতেষ্টা নিবারণ করে মঙ্গিয়াকামী ব্লক এবং দক্ষিণ গকুলনগর এডিসি ভিলেজ প্রশাসনের বদান্যতার কারণে৷ যার ফলে চিন্তা কুমার মলসুম পাড়ার গিরি বাসীদের মধ্যে জল বাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দেয় অহরহ ভাবে৷ অভিযোগ ত্রিপুরা স্ব-শাসিত জেলা পরিষদ নির্বাচন হয়ে যায় দীর্ঘ এক মাস পূর্বে৷ অথচ ১১ মহারানী তেলিয়ামুড়া কেন্দ্রে নির্বাচিত জনপ্রতিনিধি কমল কলই এলাকায় আসেননি জল সমস্যা নিরসনের জন্য৷ অথচ তাদের জল সমস্যা যে নিত্যদিনের সঙ্গী৷ এই গ্রীষ্মের প্রখর রুদ্র তপ্তদিনে এলাকার উপজাতি গিরি বাসীরা সকাল থেকে সন্ধ্যা জলের জন্য দৌড়ঝাঁপ করতে হয় বলে অভিযোগ করে জানায় এলাকারই এক রমণী৷