নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৪ মে৷৷ ফের বন হাতির আক্রমণে প্রাণ গেল একজনের৷ আহত একজন৷ আহত ব্যক্তির চিকিৎসা চলছে কল্যাণপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে৷ মৃত ব্যক্তির নাম নিরঞ্জন দাস(৬০)৷ পেশায় সবজি বিক্রেতা৷ বাড়ি কল্যাণপুর থানাধীন বাগবের এলাকায়৷ তার মৃত্যুতে শোকের ছায়া নেমে পড়েছে গোটা৷
ঘটনাটি ঘটে সন্ধ্যা রাত আনুমানিক আটটা নাগাদ৷ কল্যাণপুর এলাকায়৷ সংবাদে জানা যায় উত্তর মহারানী বাজার থেকে মৃত নিরঞ্জন দাস ও আহত প্রদীপ সরকার বাগবের বাড়িতে যাওয়ার পথে মাঝখানে বনো হাতিটি নিরঞ্জন দাস কে শুর দিয়ে পিছিয়ে রাস্তার পাশে ফেলে দেই৷ ঘটনাস্থলেই তার মৃত্যু হয়৷অপরদিকে প্রদীপ সরকার দৌড়ে গিয়ে বক্স কালভার্ট এর নিচে গিয়ে কোনরকমে প্রাণে বাঁচে৷