মুম্বই, ১৫ মে (হি. স.) : করোনা মুক্ত হলেন বর্ষীয়ান অভিনেতা রণধীর কাপুর। স্বস্তির নিঃশ্বাস কাপুর পরিবারে। বর্তমানে সম্পূর্ণ সুস্থ তিনি।সম্প্রতি, করোনায় আক্রান্ত হন রণধীর কাপুর। তাঁকে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে থাকাকালীন অন্যান্য করোনা রোগীদের মতো পরিবারের বাকি সদস্যদের সঙ্গে দেখা করার অনুমতি ছিল না তাঁর। দুই মেয়ে করিশ্মা ও করিনা এবং জামাই সইফ আলি খান ফোন করেই খোঁজ নিতেন তাঁর। হাসপাতালের চিকিৎসক ও কর্মীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন অভিনেতা
2021-05-15