আগরতলা, ১২ মে (হি. স.)৷৷ আগামীকাল থেকে রাজ্যে শুরু হচ্ছে ১৮ থেকে ৪৪ বছর বয়সী ব্যক্তিদের বিনামূল্যে কোভিড টিকাকরণ কর্মসূচী৷ এই বয়সসীমার সকলের প্রতি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আবেদন জানিয়ে ট্যুইট করে বলেছেন, টিকাকরনের জন্যcowin.gov.in সাইটে আপনার নাম তালিকাভুক্ত করে, নির্ধারিত দিনে আপনার নিকটবর্তী টিকাকরণ কেন্দ্রে গিয়ে টিকা নিন৷ অগ্রাধিকারের ভিত্তিতে প্রাথমিক ভাবে ৪৫ বছর ও তদুর্ধ ব্যক্তিদের টিকাকরণের ক্ষেত্রে যে মাত্রায় সাফল্য এসেছে, আমার বিশ্বাস এই ক্ষেত্রেও ১৮ থেকে ৪৪ বছরের সমস্ত নাগরিক এই টিকাকরণের সুযোগ নেবেন ন সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই আমরা পরাস্ত করতে পারব এই মহামারীকে৷
তিনি বলেন, কোভিড সংক্রমণ প্রতিরোধে রাজ্যে টিকাকরণ চলছে৷ তাতে আরও গতি সঞ্চারিত করতে রাজ্য সরকার পৃথক ভাবে ১৫ হাজার ১৫০ ডোজ ভ্যাকসিনের বরাদ্দ করেছে৷ যা ১৮-৪৪ বছর বয়স পর্যন্ত রিকশা চালক, অটো রিকশা চালক, সাংবাদিক, বিদ্যুত দফতরের কর্মীবর্গ, এফসিআই কর্মী, ব্যাঙ্ক কর্মী, এয়ারপোর্ট ট্রাফিককন্েন্টালকর্ ও ত্রিপুরা হাইকোর্টের কর্মীদের সেই ভ্যাকসিন দেওয়া হবে৷
ইতিমধ্যেই রাজ্য সরকার দুটি সংস্থার কাছে ভ্যাকসিনের অর্ডার দিয়েছে৷ তা এলেই রাজ্যে ১৮ ঊর্ধদের সার্বিক টিকাকরণ শুরু হবে৷
কিছুটা বিলম্ব হলেও, অবশেষে ত্রিপুরায় ১৮ উর্দ-দের টিকাকরণ শুরু হচ্ছে৷ ২ থেকে ৩ দিনের মধ্যে অগ্রাধিকারের ভিত্তিতে পুর নিগম এলাকার বাসিন্দা-দের টিকা দেওয়া হবে৷ এ-বিষয়ে জাতীয় স্বাস্থ্য মিশন-র ত্রিপুরা মিশন অধিকর্তা ড় সিদ্ধার্থ শিব জৈসয়াল বলেন, প্রস্তুতকারক সংস্থা টিকা সরবরাহে বিলম্বের কারণে ১ মে থেকে ১৮ উর্দ-দের টিকাকরণ সম্ভব হয়নি৷ কিন্ত, এখন ত্রিপুরায় টিকা আসতে শুরু করেছে৷ শীঘ্রই টিকাকরণ কর্মসূচি শুরু হবে তাঁর কথায়, ত্রিপুরা কোভেক্সিন-র ১৫ হাজার ডোজ পেয়েছে৷ তার মধ্যে ২০০০ জন-কে টিকা দেওয়ার জন্য নাম নথিভুক্ত করা হয়েছে৷ তিনি বলেন, আগরতলায় ৪টি সেন্টারে ১৮ উর্দ-দের টিকাকরণ চলছে৷ সাথে তিনি যোগ করেন, অবশিষ্ট ১৩ হাজার ডোজ শীঘ্রই ত্রিপুরায় এসে পৌছাবে এবং নাম নথিভুক্ত করার প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে৷
তিনি বলেন, ত্রিপুরা সরকার কোভিশিল্ড-র টিকা-র ক্রয়ে অর্ডার পাঠিয়েছে এবং প্রথম পর্যায়ে ৪৩ হাজার ডোজ আগামী দুই দিনের মধ্যে আগরতলায় পৌছে যাবে৷ তাঁর দাবি, ১৮ উর্দ-দের ওই টিকা দেওয়া হবে৷ মিশন অধিকর্তা-র কথায়, পরিস্থিতি গুরুত্ব অনুধাবন করে পুর নিগম এলাকার বাসিন্দা-দের অগ্রাধিকারের ভিত্তি-তে টিকাকরণ হবে৷ তাঁর বক্তব্য, আগরতলায় ২৪টি কেন্দ্র স্থাপন করা হবে৷ ওই কেন্দ্রগুলিতে আগরতলায় বসবাস করেন ত্রিপুরার সমস্ত নাগরিক-দের টিকাকরণ হবে৷

