রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত ৪১৬ জন, মৃত্যু ২

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মে৷৷ চবিবশ ঘন্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪১৬ জন৷ এবং মৃত্যু হয়েছে দুইজনের৷ চবিবশ ঘন্টায় ১২৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন৷ স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে প্রচারিত মিডিয়া বুলেটিনে বলা হয়েছে, এদিন আরটিপিসিআর টেস্ট করা হয়েছে ৯০৬ জনের৷

তারমধ্যে পজেটিভ রিপোর্ট এসেছে ৯৮ জনের৷
অন্যদিকে, রেপিড এন্টিজেন টেস্ট করা হয়েছে ৪ হাজার ৩৮৮ জনের৷ তার মধ্যে পজেটিভ রিপোর্ট এসেছে ৩১৮ জনের৷ এদিন মোট ৫ হাজার ৩৮৮ জনের৷ এদিকে, নতুন আক্রান্তদের মধ্যে পশ্চিম জেলায় ২৩৮ জন, দক্ষিণ জেলায় ২৭ জন, গোমতী জেলায় ১৭ জন, ধলাই জেলায় ০৯ জন, উত্তর জেলায় ৩৭ জন, উনকোটি জেলায় ৪২ জন এবং খোয়াই জেলায় আক্রান্ত হয়েছেন ১৬ জন৷