কলকাতা, ১২ মে (হি.স.): মঙ্গলবার বেলা বাড়তেই মুষলধারে বৃষ্টি নামে শহর জুড়ে। বেশ কিছু সময়ের বৃষ্টিতে শহরের বিভিন্ন রাস্তা জলে জলময় হয়ে ওঠে। শুধু মঙ্গলবারই নয় বুধ ও বৃহস্পতিবারও রাজ্যজুড়ে রয়েছে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, বুধবার এমনটাই খবর আবহাওয়া দফতর সূত্রে।
করোনা-পরিস্থিতিতে রাজ্যবাসীকে কিছুটা স্বস্তি দিচ্ছে আবহাওয়া। আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গেও। বৃষ্টির পাশাপাশি ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে হতে পারে ঝড়ও। বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কলকাতাতেও বুধ ও বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা।