নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৯ মে৷৷ আজ সন্ধ্যায় উদয়পুর অমরসাগর পাড়ে অবস্থিত ফিসারী অফিসে এক মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়৷ সন্ধ্যা প্রায় পৌণে ছয়টায় দীপঙ্কর দেবনাথ (৩৪) বিদ্যুতের ছোবলে প্রাণ হারান৷ প্রতিদিনের মতো আজও সন্ধ্যা সাড়ে পাঁচটায় ওনার জামতলা স্থিত প্লাস্টিক সামগ্রীর দোকান বন্ধ করে নৈশ কারফিউ বলবৎ থাকায় অমরসাগর পশ্চিম পাড়স্থিত নিজ বাসভবনে চলে আসেন৷ হরি দেবনাথের ছেলে দীপঙ্কর খেলাপ্রেমি হওয়ায় বাড়ির নিকটবর্তী ফিসারী অফিসে একটু খেলতে আসেন৷
সেখানেই ঘটে বিপত্তি৷ বিদ্যুতের একটি তার ছিঁড়ে মাটিতে পড়ে রয়েছে দেখে দীপঙ্কর ঐ তারটিকে দূরে সরাতে গেলেবিদ্যুৎপৃষ্ঠ হয়ে দীপঙ্কর ছটফট করতে থাকলে সঙ্গীরা উদয়পুর পাওয়ার হাউজ ও অগ্ণি নির্বাপক দপ্তরে খবর দিলে ক্ষণিকের মধ্যে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় এবং অগ্ণি নির্বাপক দপ্তরের কর্মীরা গাড়ি নিয়ে ঘটনাস্থলে পৌছায়৷ দীপঙ্কর দেবনাথকে টেপানিয়াস্থিত গোমতী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন৷ দীপঙ্করের নিথর দেহ গোমতী জেলা হাসপাতালের মর্গে শায়িত আছে৷ আগামী কাল ময়নাতদন্তের পর দীপঙ্করের মৃতদেহ পরিবারের হাতে তোলে দেওয়া হবে৷ দীপঙ্করের বাবা হরি দেবনাথ এই ফিসারী অফিসেই চাকরি করতেন৷ পাঁচ বৎসর আগে অবসর নিয়েছেন৷ দীপঙ্কর অবিবাহিত ছিল৷ দীপঙ্করের মৃত্যুতে উদয়পুর অমরসাগর পশ্চিম পাড় সহ ব্যবসায়িক মহলে শোকের ছায়া নেমে এসেছে৷

