আগরতলা, ৭ মে (হি. স.)৷৷ হাপানিয়ায় ৩০০ বেডের করোনা সেন্টার চালু করল রাজ্য সরকার৷ শুক্রবার থেকেই প্রায় ২০০ বেডে চিকিৎসা পরিষেবা শুরু হয়েছে৷ এদিন এই করোনা সেন্টার পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ সঙ্গে ছিলেন সরকারের বরিষ্ঠ আধিকারিকরা৷করোনা সেন্টার পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী এদিন বলেন, ত্রিপুরার স্বাস্থ্য দফতর এবং সচেতন জনগণের সমন্বয়ের মাধ্যমে করোনা মোকাবিলায় আমরা সঠিক দিশায় অগ্রসর হচ্ছি৷ হাপানিয়ায় ৩০০ বেডের করোনা কেয়ার সেন্টার গড়ে তোলা হচ্ছে৷ ইতিমধ্যেই এখানে ২০০ বেডের ব্যবস্থা হয়ে গিয়েছে৷ যার মধ্যে অক্সিজেন সাপোর্টের ব্যবস্থা রয়েছে শতাধিক বেডে৷ আজ থেকেই তা চালু হবে৷
করোনার চিকিৎসার ক্ষেত্রে জেলায় জেলায় পরিকাঠামো গড়ে উঠেছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তাঁর কথায়, রাজ্য সরকার পরিকল্পনা করেছে সংশ্লিষ্ট জেলায় যাতে আক্রান্তদের চিকিৎসা করা যায় তা সুনিশ্চিত করা৷ তার জন্য প্রতিটি জেলায় করোনা চিকিৎসার সুবন্দোবস্ত করা হয়েছে৷ গোটা ব্যবস্থার বিকেন্দ্রীকরণ করা হয়েছ৷
তবে জিবি হাসপাতালে অন্যান্য চিকিৎসায় কোনও প্রভাব পড়বে না বলেই জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ বিপ্লব দেব বলেন, আগের বার জিবি হাসপাতালের ওপিডি বন্ধ করতে হয়েছিল৷ কিন্তু যে সময়ে করোনা সংক্রমণ স্তিমিত হয়েছিল সেই সময়ে জিবি হাসপাতালের জয়ন্তী ব্লকে পৃথক ভাবে করোনা চিকিৎসার পরিকাঠামো গড়ে তোলা হয়েছে৷ তাই অন্যান্য অসুস্থতা নিয়ে যাঁরা জিবি হাসপাতালে চিকিৎসা করাতে আসবেন তাঁদের আতঙ্কিত হওয়ার কোনও প্রয়োজন নেই৷ কারণ জয়ন্তী ব্লক একেবারে আলাদা জায়গায়৷
টিকাকরণের বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, করোনা সংক্রমণ মোকাবিলায় টিকাকরণে আরও গতি সঞ্চারিত করাই রাজ্য সরকারের লক্ষ্য৷ কম সময়ে যাতে বেশি টিকাকরণ করা যায় সেই উদ্দেশেই কাজ করছে ত্রিপুরা সরকার৷ এমনিতে টিকাকরণে ত্রিপুরা দেশের মধ্যে প্রথম দু’একটি রাজ্যের মধ্যে রয়েছে৷ আমি আবেদন করব, ৪৫-এর ঊধর্ে যাঁদের বয়স, তাঁরা দ্রুত টিকা নিয়ে নিন৷ কেন্দ্রীয় সরকার যে নির্দেশিকা দিয়েছে, ১৮ বছরের ঊধর্ে টিকাকরণের, তার জন্য দুটি ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থার কাছেই অর্ডার দেওয়া হয়েছে৷
অটলবিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যানসার হাসপাতালেও করোনা চিকিৎসার জন্য ১০০ বেডের পরিকাঠামো প্রস্তুত রাখা হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ অভয় দিয়ে তিনি বলেন, ক্যানসারের চিকিৎসা যাঁরা করাতে আসবেন তাঁদের উদ্বিগ্ণ হওয়ার কিছু নেই৷ কারণ এই ব্যবস্থা সম্পূর্ণ পৃথক৷